IND vs AUS 2023 – শনিবার নাগপুরে ভারতের কাছে বিধ্বস্ত হারের মুখোমুখি হয়েছিলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার কাছে এক ইনিংস এবং ১৩২ রানের হারের মুখোমুখি হয়েছিলো। অস্ট্রেলিয়া ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তৈরী হয়েছে। ভারতের স্পিনারদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দূর্বলতা প্রবল হয়ে উঠেছিলো।
ব্যাটারদের খারাপ পারফরম্যান্স তো ছিলোই (IND vs AUS 2023), তার পাশাপাশি রবীন্দ্র জাদেজাকে খেলার সময় স্টিভ স্মিথের একটা ব্যবহার খুবই খারাপ লেগেছিলো অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যালান বর্ডারের।
অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা সব সময় কঠিন ক্রিকেট খেলার জন্যে পরিচিত। তাদের মানসিকতাই থাকে আলাদা পর্যায়ে। সেই জায়গায় একজন প্রতিপক্ষের বোলিং মিস করে থাম্বস আপ দেখাচ্ছে সেই বিষয়টা দেখতেই কেমন যেনো দৃষ্টি কটু। তার চরম সমালোচনা করেছেন অ্যালান বর্ডার।
“হার্ডার এজে খেলা হচ্ছে। আমরা বল মিস করছি। প্রতিপক্ষ আমাদের আউটসাইড অফ স্টাম্পে বিট করছে। আর আমরা থাম্বস আপ দেখাচ্ছি। মানে হচ্ছে টা কি। এটা খুব খারাপ। একদম বোকা বোকা সিদ্ধান্ত।”
শনিবার নাগপুরের বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে এক ইনিংস এবং ১৩২ রানে হারিয়ে দিলো ভারত। ভারতের জাদেজা – অশ্বিন স্পিন জুঁটি টিকতেই দিলোনা অসি ব্যাটারদের। এর ফলে দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে গেলো অস্ট্রেলিয়া।
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : বারবার সুযোগ পাওয়ার পর ব্যর্থ হলেও রাহুলকে খেলানোয় মুখ খুললেন প্রসাদ
প্রথম ইনিংসে ২২৩ রানের লিড নিয়েছিলো ভারতীয় ক্রিকেট দল। তার কোনও জবাব দেওয়া সম্ভব হয়নি বর্তমানে বিশ্বের এক নম্বর দল অস্ট্রেলিয়ার। মাত্র ৩২.৩ ওভার ব্যাট করতে পেরেছিলো তারা, ৯১ রানেই অল আউট হয়ে যায়। (Border-Gavaskar Trophy, 1st Test)
হাইপ্রোফাইল এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ তিন দিন ও টিকলো না। গোটা ম্যাচে একটুও রা কাটতে পারেনি অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ব্যাট করে ১৭৭ রান তুলেছিলো তারা। তৃতীয় দিন এক সেশনেই দশ উইকেটের পতন হয়েছিলো। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের টেবিলে শীর্ষে থাকা দলের থেকে এমন পারফরম্যান্স সত্যি খুব অনভিপ্রেত।
আগামী ১৭ ই ফেব্রুয়ারি থেকে ২১ শে ফেব্রুয়ারি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। ভারত সেই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে চাইবে এই সিরিজে।
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : বর্ডার গাভাস্কার ট্রফিতে গড়া ভাজ্জির রেকর্ড ভাঙলেন অশ্বিন