
শুক্রবার অর্থাৎ গতকাল পার্থে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্টের (AUS vs WI 2022) তৃতীয় দিনে ধারাভাষ্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন রিকি পন্টিং। এরপর হৃদপিণ্ডজনীত সমস্যার আশঙ্কাতেই তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শারীরিক পরীক্ষার পরে সমস্যা গুরুতর নয় বুঝেই পন্টিং’কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তিনি চতুর্থ দিনে পুনরায় স্টেডিয়ামে হাজির হন বিশেষজ্ঞের ভূমিকায়। (AUS vs WI 2022)
এরপর শনিবার অর্থাৎ আজ পুনরায় মাঠে ফেরার পরে নিজের অসুস্থতা নিয়ে আপডেট দেন পন্টিং। সেই সঙ্গে স্বীকার করে নেন যে, তিনি নিজেও ভয় পেয়েছিলেন সেই সময়। (AUS vs WI 2022) অজি তারকা বলেন –
“সম্ভবত কাল বহু মানুষকে অহেতুক দুশ্চিন্তায় ফেলেছিলাম। আমি নিজেও ভয় পেয়েছিলাম যদিও। কমেন্ট্রি বক্সে বসেছিলাম এবং ধারাভাষ্য দেওয়ার মাঝপথেই বুকে অল্প সময়ের জন্য বারদুয়েক তীব্র ব্যথা অনুভব করি।”
পন্টিং আরও বলেন –
“আমি শরীর টান করে ব্যথা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করি। আমার সঙ্গে বারদুয়েক এমনটা হয়েছিল। পরে উঠে হাঁটতে গিয়ে অস্বস্তি অনুভব করি। মাথা ঘোরায় বেঞ্চ ধরে বসে পড়ি। আমি জেলো (জাস্টিন ল্যাঙ্গার)-কে বুকে ব্যথার কথা বলি, ও আমার সঙ্গেই ধারাভাষ্য দিচ্ছিল। ক্রিস জোনস (সম্প্রচারকারী সংস্থার এক্সিকিউটিভ প্রডিউসার) সেটা শুনে নিতেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় এবং আমাকে সেখান থেকে বার করে নিয়ে যাওয়া হয়। ১৫ মিনিটের মধ্যে আমি হাসপাতালে পৌঁছে যাই এবং খুব ভালো পরিচর্যা পাই।”
পন্টিং শেষে এও স্বীকার করে নেন যে, এই ঘটনা তাকে যথাযথ শিক্ষা দিয়েছে। বিশেষ করে গত এক-দেড় বছরে তার কাছের মানুষদের সঙ্গে যেরকম সব ঘটনা ঘটেছে, এই শিক্ষাটা জরুরি ছিল। (AUS vs WI 2022)
I had my little mate JL looking after me and I'm back here shiny and new this morning. Ready for a good day of Test cricket after missing the best part of yesterday. https://t.co/w98EUZCS8E
— Ricky Ponting AO (@RickyPonting) December 3, 2022
অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা একজন ক্রিকেটার রিকি পন্টিং। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া’র ক্রিকেট দল এক অন্যমার্গে পৌঁছয়। পরবর্তী সময়ে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের কোচের ভূমিকায় দেখা যায় তাকে। এই মুহূর্তে তিনি যুক্ত দিল্লি ক্যাপিটালসের সাথে, তার গাইডেন্সে গত কয়েক বছরে ভালো পারফরম্যান্স দিচ্ছে দিল্লি দল। (AUS vs WI 2022)
সম্প্রতি অস্ট্রেলিয়ার উঠতি অলরাউন্ডার ক্যামেরুন গ্রীনের আইপিএল কন্ট্রাক্টের বিষয় জানতে চেয়ে অস্ট্রেলিয়ার জাতীয় দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের কাছে প্রশ্ন করেছিলেন দিল্লি ক্যাপিটালস কোচ রিকি পন্টিং।
টি টোয়েন্টি বিশ্বকাপের আগের থেকে দ্বিপাক্ষিক সিরিজ গুলো’তে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স দেওয়ার মধ্যে দিয়ে খবরের শিরোনামে উঠে আসেন গ্রীন। গত সেপ্টেম্বর মাসে ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজে ফিল্ড রেস্ট্রিকটেড ওভার গুলো’তে কার্যকর ব্যাটিং করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি।
ভারত সফরের টি টোয়েন্টি সিরিজের তিন ইনিংসে জোড়া হাফ সেঞ্চুরি সহ ১১৮ রান করেছিলেন গ্রীন। পরবর্তী সময়ে জস ইংলিশ চোট পেলে অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ হয় তার। অবশ্য টুর্নামেন্টে সাইডলাইনে বসেই সময় কেটেছিলো গ্রীনের। (AUS vs WI 2022)
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার ২১ টা টি ২০ ম্যাচ খেলেছিলেন। এরমধ্যে ১৩ টা ম্যাচ খেলেছিলেন তিনি বিগব্যাশ লিগে পার্থ স্কচার্সের হয়ে। ১৩৭.৬৪ স্ট্রাইক রেটে ২৪৫ রান করেছেন তাতে। উইকেট নিয়েছেন ৫ টা।
আগামী ২৩ শে ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হবে ২০২৩ সালের আইপিএলের মিনি নিলাম। ইতিমধ্যে সেখানে নিজের নাম নথিভুক্ত করে ফেলেছেন গ্রীন। শোনা যাচ্ছে একাধিক ফ্রাঞ্চাইজির মালিকদের নজরে আছে এই অসি অলরাউন্ডার।
এই মুহূর্তে পার্থে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচের ধারাভাষ্য দেওয়ার কাজ করছিলেন রিকি পন্টিং। আর সেই ধারাভাষ্য দেওয়ার ফাঁকে মজা করে ম্যাকডোনাল্ড’কে দিনান্তে গ্রীনের আইপিএল চুক্তি ফাইনাল করে ফেলার পরামর্শ দিয়েছিলেন তিনি।