অ্যাডিলেড ওভালে ওয়েস্ট ইন্ডিজের (AUS vs WI 2022) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে চোটের জন্যে ছিটকে গেছেন প্যাট কামিন্স। তাই তার বদলে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন স্টিম স্মিথ। দলে কামিন্সের পরিবর্ত হিসেবে ঢুকেছেন স্কট বোল্যান্ড।
পার্থে প্রথম টেস্ট ম্যাচে খেলাকালীণ কোয়াডে চোট পান কামিন্স। এর ফলে সংশ্লিষ্ট টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি তিনি। এক বোলার নিয়েই ম্যাচ খেলতে হয়েছিল অস্ট্রেলিয়া’কে। তবে তার জন্যে ওয়েস্ট ইন্ডিজ’কে ১৬৪ রানে হারাতে কোনও সমস্যায় পড়তে হয়নি অসি ব্রিগেড’কে। (AUS vs WI 2022)
অবশ্য মঙ্গলবার ট্রেনিং সেশনে ফিটনেস টেস্টে উতরে গেছিলেন স্মিথ। কিন্তু এই মুহূর্তে তাকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেনা টিম ম্যানেজমেন্ট। কারণ সামনে প্রচুর খেলতে হবে। (AUS vs WI 2022)
গতবছর’ও অ্যাডিলেডে টেস্ট ম্যাচ মিস করেছিলেন কামিন্স। কোভিড আক্রান্তের সংস্পর্শে আসার জন্যে এই সমস্যায় জড়িয়েছিলেন কামিন্স।দলকে নেতৃত্ব দিয়েছিলেন স্মিথ। (AUS vs WI 2022)
INSANE! Scott Boland takes two in the over! #OhWhatAFeeling #Ashes | @Toyota_Aus pic.twitter.com/Uhk046VGG6
— cricket.com.au (@cricketcomau) December 27, 2021
JUST IN: Pat Cummins has been ruled out of the 2nd Test, Scott Boland will return to the XI#AUSvWI | @LouisDBCameron https://t.co/6UDAxA8a9O
— cricket.com.au (@cricketcomau) December 7, 2022
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : কোচ রাহুল দ্রাবিড় এখনও কিছুই করে উঠতে পারেননি, বিস্ফোরক মন্তব্য কোহলি’র কোচের
অস্ট্রেলিয়ার প্রাক্তন ফুল টাইম অধিনায়ক স্মিথকে গতবছর কামিন্সের সহ অধিনায়ক করা হয়। ব্রিসবেনের গাব্বায় ১৭ ই ডিসেম্বর সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া, সেই ম্যাচে দলে ফিরবেন কামিন্স।
২০১৭ সালে চোট সারিয়ে জাতীয় দলে ফেরার পর থেকে এটাই প্যাট কামিন্সের তৃতীয় টেস্ট ম্যাচ মিস। এর আগে ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরশাহিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ মিস করেন তিনি।
কামিন্সের পরিবর্তে খেলতে নামা বোল্যান্ড শেষ টেস্ট খেলেছিলো গতবছর অ্যাসেজে। তিন ম্যাচ খেলে ১৮ উইকেট নেন। এরমধ্যে মেলবোর্নে অভিষেক টেস্টের এক ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে রানের পাহাড় গড়েছিলো অস্ট্রেলিয়া। ৭৮০ রান করেছিলো অসি ব্যাটার’রা ৬ উইকেট খুঁইয়ে। প্রথম ইনিংস ডবল সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচের সেরা হয়েছিলেন মার্নুস লাবুসানে।
অস্ট্রেলিয়া এখনও অবধি অপ্রতিরোধ্য পিঙ্কবল টেস্টে।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই রেকর্ড বজায় রাখাটা চ্যালেঞ্জের স্মিথদের কাছে।
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : স্যুইৎজারল্যান্ড ম্যাচে দল থেকে বাদ পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো