AUS vs WI 2022 : ওয়েস্ট ইন্ডিজ’কে প্রথম টেস্টে ১৬৪ রানে হারালো অস্ট্রেলিয়া

0
31
AUS vs WI 2022 : Australia beat West Indies by 164 runs in the first Test
AUS vs WI 2022 : Australia beat West Indies by 164 runs in the first Test

AUS vs WI 2022 -মার্নাস লাবুসানের ডবল সেঞ্চুরি এবং সেঞ্চুরি এবং অসি স্পিনার নাথান লিয়ঁর ম‍্যাজিক‍্যাল বোলিং পারফরম্যান্সের উপর ভিত্তি করে রোববার পার্থে ওয়েস্ট ইন্ডিজ’কে প্রথম টেস্টে ১৬৪ রানে হারিয়ে দিলো অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে দুই ম‍্যাচের টেস্ট সিরিজে ১-০ ব‍্যবধানে এগিয়ে গেলো অসিরা।

শেষ দিনের খেলায় জয়ের লক্ষ‍্যে ৪৯৮ রান তাড়া করতে নামে যখন,তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ১৯২ রান। ব‍্যাট করতে নামেন ক্রেগ ব্রেথওয়েট (১০১*) এবং কাইল মায়ারস (০*)। কয়েক ওভার বাদেই কায়েল মায়ারসের (১০) উইকেট তুলে নেন নাথান লিয়ঁ। (AUS vs WI 2022)

দিনে লিয়ঁর দ্বিতীয় শিকার ব্রেথওয়েট। মায়ারসের আউট হয়ে যাওয়ার কিছু সময়ের মধ্যে তিনি’ও আউট হন, ১১০ রান করে। ২১২ রানেই হাফ ওয়েস্ট ইন্ডিজ দল ড্রেসিংরুমে ফিরে যায়। (AUS vs WI 2022)

এর পর আরো দুটো উইকেট তুলে নেন ট্রাভিস হেড এবং জস হ‍্যাজেলউড। মাত্র ৩ রান করে আউট হন জেসন হোল্ডার, জোসুহা ডে সিলভা ১২ রান করে ফেরেন। ওয়েস্ট ইন্ডিজের স্কোর হয়ে দাড়ায় ৭ উইকেটে ২৩৭ রান। (AUS vs WI 2022)

পরবর্তী সময়ে রস্টন চেজ এবং আলজারি জোসেফ মিলে ৮২ রান জুড়ে ওয়েস্ট ইন্ডিজ’কে ৩০০ রানের গন্ডি পেরোতে সাহায্য করে ম‍্যাচে। পরে জোসেফ কে আউট করেন হেড (৭২ বলে ৪৩)।

এদিন কেরিয়ারের দশ নম্বর টেস্ট হাফ সেঞ্চুরি করে ফেলেন রস্টন চেজ। কিন্তু লিঁয় বোলিং করতে এসে চেজ (৫৫) এবং কিমার রোচের (০) কে আউট করে ৩৩৩ রানে গুটিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ’কে। ১৬৪ রানে ম‍্যাচ জেতে অস্ট্রেলিয়া। (AUS vs WI 2022)

আরও পড়ুনঃ IPL 2023 : আইপিএলের মিনি নিলাম কোন দল ঝাঁপাবে বেন স্টোকসকে নিতে ? জানালেন অশ্বিন

নাথান লিয়ঁ ৬ উইকেট নিয়েছেন, ১২৮ রান দিয়ে। হেড দুটো উইকেট নেন, একটি করে উইকেট নিয়েছেন হ‍্যাজেলউড এবং স্টার্ক। (AUS vs WI 2022)

এর আগে ৩৭ ওভারে ২ উইকেট ১৮২ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেছিলো অস্ট্রেলিয়া। যা ম‍্যাচে ৪৯৮ রানের লিড দিয়েছিলো অসিরা। ডবল সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে ১০৪* রানে অপরাজিত ছিলেন লাবুসানে। ৪৮ রান করেছেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ২০* রানে অপরাজিত ছিলেন। একটি করে উইকেট নিয়েছিলেন রোচ এবং চেজ।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ৫৯৮ রান তুলেছিলো। জবাবে ২৮৩ রানে অল আউট  হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

২০৪ এবং অপ‍রাজিত ১০৪* রান করার সুবাদে এই ম‍্যাচের সেরার পুরস্কার নিয়েছেন মার্নাস লাবুসানে।

সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া ৫৯৮/৪ ডিক্লেয়ার এবং ১৮২/২ (মার্নাস লাবুসানে ১০৪*, ডেভিড ওয়ার্নার ৪৮, কেমার রোচ ১/৩) 

পরাজিত ওয়েস্ট ইন্ডিজ ২৮৩ এবং ৩৩৩ ( ক্রেগ ব্রেথওয়েট ১১০, রস্টন চেজ ৫৫, নাথান লিয়ঁ ৬/১২৮)

আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : লেওয়ানডস্কি’কে পিএসজি’তে আনার চেষ্টা করেছিলেন এমবাপ্পে