AUS vs WI 2022 : ক্যাপ্টেন ব্রাথওয়েটের ব্যাটে ভর করে অজিদের বিপক্ষে পাল্টা লড়াই ক্যারিবিয়ান’দের

0
24
AUS vs WI 2022 Ater fourth day, West Indies scored 192 for 3 in their second innings
AUS vs WI 2022 Ater fourth day, West Indies scored 192 for 3 in their second innings

লক্ষ্যটা একেবারেই সহজ নয়, তবে এখনই লড়াই ছাড়ছে না ওয়েস্ট ইন্ডিজ। (AUS vs WI 2022)  অস্ট্রেলিয়া’র বিরুদ্ধে পার্থ টেস্টে ক্যারিবিয়ান’দের সামনে জয়ের রাস্তা খোলা রয়েছে। অন্ততপক্ষে ম্য়াচ বাঁচিয়ে মাঠ ছাড়ার সুযোগও রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সামনে। তবে তার জন্য শেষ দিনে নিজেদের ছাপিয়ে যেতে হবে ক্রেগ ব্রাথওয়েট’দের।

অস্ট্রেলিয়া’র ৪ উইকেটে ৫৯৮ রানের জবাবে ব্যাট করতে নেমে, ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৮৩ রানে অল-আউট হয়ে যায়। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ৩১৫ রানের বিশাল লিড হাতে পেয়ে যায় অস্ট্রেলিয়া। তা সত্ত্বেও তারা ক্যারিবিয়ান’দের ফলো-অন করায়নি। বদলে নিজেরাই দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে। (AUS vs WI 2022) 

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১৮২ রান তোলে স্কোর বোর্ডে এবং ইনিংস ডিক্লেয়ার করে দেয়। মার্নাস ল্যাবুশান ১৩ টি চার ও ২ টি ছক্কার সাহায্যে ১১০ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন।

২০ রানে নট-আউট থাকেন স্টিভ স্মিথ। ডেভিড ওয়ার্নার ৪৮ ও উসমান খোওয়াজা ৬ রান করে মাঠ ছাড়েন। ক্যারিবিয়ান’দের হয়ে ১ টি করে উইকেট নেন কেমার রোচ ও রোস্টন চেস। (AUS vs WI 2022) 

আরও পড়ুনঃ Mumbai Indians : এমআই এমিরেটস এবং এমআই কেপটাউন দলের গুরুদায়িত্ব এই দুই বিদেশী তারকা’কে দিয়ে সকলের নজর কাড়লো মুম্বাই ইন্ডিয়ান্স

এরপর জয়ের জন্য ৪৯৮ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা চতুর্থ দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১৯২ রান তোলে। (AUS vs WI 2022) ১১ টি বাউন্ডারির সাহায্যে ১৬৬ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন ক্যাপ্টেন ক্রেগ ব্রাথওয়েট। তেজনারায়ন চন্দ্রপল ৪৫ রান করে আউট হন।

জয়ের জন্য শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের দরকার আরও ৩০৬ রান। ম্যাচ জিততে অস্ট্রেলিয়া’র দরকার ৭ টি উইকেট। এতে সন্দেহ নেই যে বর্তমান পরিস্থিতিতে পার্থ টেস্টের পাল্লা ঝুঁকে অজি’দের দিকেই।

আরও পড়ুনঃ PAK vs ENG 2022 : লালা ব্যবহারে নিষেধাজ্ঞা, তাই লিচের টাকে বল ঘষলেন রুট ! দেখুন সেই ভাইরাল ভিডিও