AUS vs SA 2022 – চলতি অস্ট্রেলিয়া – সাউথ আফ্রিকা টেস্টের দ্বিতীয় দিনটাও চাপের মধ্যে থাকলো সাউথ আফ্রিকা। তবুও মাঠে হাল্কা মেজাজে পাওয়া গেছে সাউথ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা কে। তার বাউন্ডারি লাইনের ধারে দাড়িয়ে ফিল্ডিং করা দারুণ নকল করলেন মাঠে উপস্থিত দর্শকরা। এমনটা এর আগে অস্ট্রেলিয়ার মার্ভ হিউজ এবং ইংল্যান্ডের অলরাউন্ডার রনি ইরানিকেও করতে দেখা গেছে তাদের খেলোয়াড়ি দিনে।
এদিন, ৪৫ রানে ১ উইকেটে খেলা শুরু করে অসিরা। ১৪ রান করে রান আউট হয়ে যান মার্নুস লাবুসানে। রান নেওয়াকালীণ ওয়ার্নারের সাথে ভুল বোঝাবুঝিতে আউট হয়ে যান তিনি।
এই দিনটা স্মরণীয় হয়ে থাকলো ডেভিড ওয়ার্নারের কাছে। কেরিয়ারের শততম টেস্টে ডবল সেঞ্চুরি করলেন তিনি। ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম টেস্টে ডবল সেঞ্চুরি করার নজির গড়লেন ওয়ার্নার, ইংল্যান্ডের জো রুটের পর। (AUS vs SA 2022)
তৃতীয় উইকেটে ওয়ার্নার এবং স্মিথ ২৩৯ রান জুড়েছিলেন। ১৬১ বলে ৮৫ রান করেছেন স্টিভ স্মিথ। নয়টা চার এবং একটা ছয়ের সহযোগে। আরো একটা সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গেছিলেন স্মিথ। কিন্তু নরকিয়ে তার উইকেট তুলে নেন। (AUS vs SA 2022)
KG Rabada adding his own flair to the Merv Hughes stretching shtick! 😂#AUSvSA pic.twitter.com/YOxNDAvwn2
— cricket.com.au (@cricketcomau) December 27, 2022
A double century for David Warner!
— cricket.com.au (@cricketcomau) December 27, 2022
But his #OhWhatAFeeling jump comes at a cost! 😬#AUSvSA | @Toyota_Aus pic.twitter.com/RqJLcQpWHa
এরপর ওয়ার্নার ডবল সেঞ্চুরি পূরণ করেন। কিন্তু সেলিব্রেশন করার সময় পায়ের পেশিতে টান ধরে তার। ২৫৪ বলে ২০০ রান করেন অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ ব্যাটার, ১৬ টা চার এবং ২ টো ছক্কার মেরে। (AUS vs SA 2022)
ম্যাচের প্রথম দিন অস্ট্রেলিয়াকে চালকের আসনে ক্যামেরুন গ্রিন, যিনি সোমবার এক ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন, এদিন ৬ রান করে রিটায়ার হার্ট নেন। নরকিয়ের বলে আঙুলে চোট পান তিনি।
দ্বিতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ৩৮৬ রান। ৪৮* রান করে অপরাজিত আছেন ট্রাভিস হেড, ৯ * রানে অপরাজিত ছিলেন আলেক্স ক্যারি। বর্তমানে ১৯৭ রানে লিড পেয়েছে অস্ট্রেলিয়া, বর্তমানে চলতি টেস্টের পুরোপুরি নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার হাতে।
আরও পড়ুনঃ AUS vs SA 2022 : সেলিব্রেশন করতে গিয়ে বাড়তি উত্তেজনার বশে আহত হলেন ওয়ার্নার, দেখুন ভিডিও