AUS vs SA 2022 : ভবিষ্যতের তারকা নিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, গ্রিন ৫ উইকেট পেতেই তেতে উঠলো MI সমর্থকরা 

0
18
AUS vs SA 2022 : 'Mumbai Indians has got a superstar': Twitter reacts as Cameron Green claims 5-for in Boxing Day Test vs SA
AUS vs SA 2022 : 'Mumbai Indians has got a superstar': Twitter reacts as Cameron Green claims 5-for in Boxing Day Test vs SA

AUS vs SA 2022  – ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিরুদ্ধে সোমবার টেস্টে দাপুট পারফরম্যান্স দিয়েছেন ক‍্যামেরুন গ্রিন। এদিন ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। তার এমন পারফরম্যান্সের পর সোশ্যাল মিডিয়ায় তার সমর্থকরা গুনগান করা শুরু করে।

২০২০ সালে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক করেন ক‍্যামেরুন গ্রিন। কয়েক মাস আগে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলে সকলের নজরে পড়ে যান তিনি। ওই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল ডেভিড ওয়ার্নারকে, তার জায়গায় খেলার সুযোগ পান গ্রিন এবং সুযোগ পেয়েই দারুণ ভাবে তিনি প্রমাণিত করেন নিজেকে। বলা চলে সুযোগের প্রকৃত সদ্বব‍্যবহার করেছিলেন তিনি। (AUS vs SA 2022)

দুই ম‍্যাচে তার দুর্দান্ত ব‍্যাটিং পারফরম্যান্স নজর কেড়েছিলো সকলের। আজ সাউথ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে’তে টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন গ্রিন। প্রথম দিনের খেলা শেষে সাংবাদিক সন্মেলনে এসে তিনি বলেন, এমন কিছুই করিনি আমি, যার জন্যে এতো পারিশ্রমিক পাচ্ছি,

“সত্যি কথা বলতে এতো পরিমাণে পারিশ্রমিক পাওয়ার মতো কোনও কাজ করিনি আমি। আমি নিলামে শুধু আমার নাম রেখেছিলাম এবং বাকিটা ঘটে গিয়েছে। এতো প‍রিমাণে টাকা পেলেও মাথা ঘুরে যায়নি আমার। আমি যা ছিলাম, তাই আছি, নিজের খেলার প্রতি বিশ্বাসটা একই রকম আছে।”

আরও পড়ুনঃ Real Madrid : ভবিষ্যতের তারকার ভবিষ্যৎ নিয়ে সমস‍্যায় জড়ালো রিয়াল মাদ্রিদ 

মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া মিনি নিলামে গ্রিন’কে দলে পেতে মুখিয়ে ছিলো দিল্লি ক‍্যাপিটালস এবং রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর। গ্রিনের দাম সাতকোটি টাকা ছুঁতে আরসিবি নিজেদের সরিয়ে নেয়, এরপর দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে লড়াই জমে ওঠে, শেষে বাজিমাত করে আম্বানীর দল। (AUS vs SA 2022)

রোহিত শর্মার ক‍্যাপ্টেন্সিতে আইপিএল অভিষেক হবে ক‍্যামেরুন গ্রিনের। ২৩ বছর বয়সী এই ক্রিকেটার এখনও অবধি ২১ টা টি টোয়েন্টি ম‍্যাচ খেলেছিলেন। সেখানে ২৪৫ রান করার পাশাপাশি ৫ উইকেট নিয়েছেন। (AUS vs SA 2022)

আরও পড়ুনঃ Vicente Del Bosque : মেসি রোনাল্ডোর মধ্যে সেরা ফুটবলার বেছে নিলেন বিশ্বকাপ জয়ী কোচ বস্কে