
AUS vs SA 2022 – ১৭ ই ডিসেম্বর, গাব্বায় সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড স্কট বোল্যান্ডের খেলার ইঙ্গিত দিয়েছেন।
প্যাট কামিন্সের পরিবর্তে অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলেছিলেন অসি পেসার বোল্যান্ড। সেই ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স দিয়েছিলেন। (AUS vs SA 2022)
ওই ম্যাচে ভিক্টোরিয়ানের এই পেসার প্রথম ইনিংসে উইকেট লেস ছিলেন, দ্বিতীয় ইনিংসে নেন ৩ উইকেট, ৭৭ রানে। (AUS vs SA 2022)
ব্রিসবেনে প্রথম টেস্টে খেলতে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ইঙ্গিত দিয়েছেন মিচেলে স্টার্ক এবং অধিনায়ক প্যাট কামিন্সের সাথে তৃতীয় পেসার হিসেবে খেলবেন বোল্যান্ড। তিনি বলেছেন,
“গাব্বায় বোল্যান্ডের খেলার সম্ভাবনা প্রবল। ও ভালো খেলেছিলো। ওর রেকর্ড অসাধারণ, তাই না খেলার কোনও কারণ নেই। প্যাট খেলছে,সেটা ধরে রেখে এগোচ্ছি। তাই কামিন্স, স্টার্ক এবং বোল্যান্ডের পাশাপাশি গ্রীন এবং লিয়ঁ খেলছে।”
"Three in an over … I couldn't have dreamt of that!" 😁
— cricket.com.au (@cricketcomau) December 10, 2022
Bravo, Scott Boland! #AUSvWI | @alintaenergy pic.twitter.com/rcfEsIBtct
Australia's squad for the first Test v South Africa: #AUSvSA
— cricket.com.au (@cricketcomau) December 11, 2022
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : চাপে আছে আর্জেন্টিনা, কথার ভারে মেসিদের চাপে ফেলা শুরু ক্রোয়েশিয়ার কোচের
৩৩ বছর বয়সী বোল্যান্ড গতবছর অ্যাসেজে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক করেছিলেন। মেলবোর্নে অভিষেকে বক্সিং ডে টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ১ উইকেট নিয়েছিলেন তিনি, দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নিয়ে ধসিয়ে দিয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। (AUS vs SA 2022)
প্রসঙ্গত, সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে দল ঘোষণা করার দিন অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছিলো এই ম্যাচে খেলবেন না জস হ্যাজেলউড।
Australia squad for first Test v SA : (AUS vs SA 2022)
Pat Cummins (c), Scott Boland, Alex Carey, Cameron Green, Marcus Harris, Travis Head, Usman Khawaja, Marnus Labuschagne, Nathan Lyon, Lance Morris, Michael Neser, Steve Smith, Mitchell Starc, David Warner.
আরও পড়ুনঃ Rohit Sharma : সপ্তম বিবাহ বার্ষিকীতে রোহিত শর্মার প্রতি বিশেষ বার্তা রাখলেন স্ত্রী রীতিকা সাজদেহ