Rohit Sharma – এবারের টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হারের পর থেকে ভীষণ সমালোচনা জারি আছে ভারতীয় ক্রিকেট দল’কে নিয়ে। গত বৃহস্পতিবার সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬৮ রান ডিফেন্ড করতে পারেনি ভারত। এই হার ভারতের ফের আইসিসি ট্রফি জয়ের অপেক্ষার প্রহর’কে দীর্ঘ করলো বলা চলে।
২০১৩ সালে ভারতীয় ক্রিকেট দল শেষ বার কোনও আইসিসি ট্রফি জিতেছিলো, সেইবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ান্স ট্রফি জিতেছিলো ভারত। এবার অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্ব ফের আইসিসির ট্রফি জয়ের স্বপ্ন দেখেছিলো টিম ইন্ডিয়া। কিন্তু ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে হারের ফলে সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে।
টি ২০ বিশ্বকাপে রোহিত শর্মার (Rohit Sharma) ব্যক্তিগত পারফরম্যান্স’ও ভালো ছিলো না। নেদারল্যান্ডসের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করার পর পাকিস্তান, সাউথ আফ্রিকা, বাংলাদেশ, জিম্বাবোয়ে এবং ইংল্যান্ড, কোনো ম্যাচে তিরিশ কোঠা ছুঁতে পারেননি তিনি রান করার সময়।
এমন সময় ভারতের প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসান দারুণ সমালোচনা করেছেন দেশের অধিনায়কের। তিনি বলেছেন –
“অধিনায়কত্বের দোষ দিয়ে গা ঝাড়লে চলবেনা। টিম ম্যানেজমেন্ট’ও আছে। একটাও সিদ্ধান্ত রোহিত শর্মা (Rohit Sharma) নিয়েছে বলে মনে হয়না। রোহিত নিজেই ভাবছিলো ফিল্ডিং করার সময় কোথাও লুকাবো।”
ABP live এ এসে এ কথা বলেছেন অতুল। যিনি দেশের হয়ে ৪ টি টেস্ট ম্যাচ এবং ৯ টা ওয়ানডে খেলেছিলেন।
আরও পড়ুনঃ Indian Cricket Team : ভারতীয় দলের ব্যাটিং কোচের প্রয়োজন নেই, মত গাভাস্কারের
প্রসঙ্গত, সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হারের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, দলের পারফরম্যান্স অত্যন্ত হতাশজনক ছিলো। রোহিতের মতে দলের ব্যাটার’রা ভালো খেললেও, বোলাররা প্রতিপক্ষের উপর কোনও প্রভাব ফেলতে পারিনি। খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চে রোহিত শর্মার বক্তব্য ছিলো –
“আমরা আজ আমাদের পারফরম্যান্সে ভীষণ হতাশ। ব্যাট ভালো করেছিলাম। কিন্তু বোলিং একেবারেই ভালো হয়নি। নক আউট গেম মানে চাপের ম্যাচ। সেই চাপ নিয়েই খেলতে হয়। দলের সবাই এমন প্রচুর ম্যাচ খেলেছে, তাদের সেই চাপ নিয়ে খেলা উচিত ছিলো। এরা সবাই আইপিএলে কতো চাপের ম্যাচ খেলেছে। মাথা ঠান্ডা রেখে খেলা উচিত ছিলো।”
১৬৮ রান ডিফেন্ড করতে নেমে ম্যাচের প্রথম ওভারে বোলিং করতে এসে ভুবনেশ্বর কুমার তিনটি চার হজম করেছিলেন। এরপর ভারতের আর কোনও বোলার ইংল্যান্ডের দুই ওপেনারের ব্যাটিং রোষ থেকে বাঁচতে পারেননি। রোববার পাকিস্তান’কে হারিয়ে দ্বিতীয় বারের মতো টি ২০ বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড।
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : বিশ্বকাপ খেলতে কাতারে আর্জেন্টিনা শিবিরে যোগ দিলেন মেসি, দেখুন ভিডিও