Atk Mohunbagan : দলের তুরুপের তাস ছাড়াই আজ নর্থইস্টের মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান 

0
13
ATK Mohunbagan will face North East today without Hugo Bumos
ATK Mohunbagan will face North East today without Hugo Bumos

Atk Mohunbagan – শনিবার আইএসএলের ম‍্যাচে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান। এই ম‍্যাচে হুগো বুমোস’কে ছাড়াই খেলতে নামবে সবুজ মেরুন শিবির।

কাঁধের চোট এখনও পুরোপুরি সারেনি হুগো বুমোসের। ওড়িশা এফসির বিরুদ্ধে খেলার আগেই চোট পান হুগো। অবশ্য সংশ্লিষ্ট ম‍্যাচে প্রথম থেকে হুগোকে খেলায়নি ফেরান্দো। দল যখন গোল পাচ্ছিলো না, তখন ম‍্যাচের শেষের দিকে তাকে খেলতে নামান ফেরান্দো। (Atk Mohunbagan)

তবে নর্থইস্টের বিরুদ্ধে ম‍্যাচে হুগো বুমোসকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেনা এটিকে মোহনবাগান কোচ। তার কারণ এক্ষেত্রে ফেরান্দোর মাথায় কাজ করছে পরের ম‍্যাচ এফসি গোয়া। গোয়া যেমন ফর্মে আছে, তাতে কার্লোস পেনার দলের বিরুদ্ধে সমানে সমানে লড়াই দিতে হলে হুগোর মতো ফুটবলারের বিশেষ প্রয়োজন আছে। এমনকি টিম ম্যানেজমেন্ট ও বুমোস কে ছাড়া খেলতে নামতে রাজি নয়। (Atk Mohunbagan)

আরও পড়ুনঃ KKR Squad 2023 : কেমন দল বানালো কলকাতা নাইট রাইডার্স ২০২৩ আইপিএলের জন্যে, জেনে নিন বিস্তারিত

তাই গোয়ার তুলনায় সহজ প্রতিপক্ষ নর্থইস্টের বিরুদ্ধে হুগো বুমোসকে বিশ্রাম দিতে চলেছে এটিকে মোহনবাগান। তবে বুমোসকে ছাড়া খেলতে নামলেও প্রতিপক্ষকে খাঁটো করার দেখার কোনও মানেই হয়না বলে জানিয়েছেন এটিকে মোহনবাগানের কোচ ফেরান্দো। কারণ এই স্প‍্যানিশ কোচের মতে তাদের মতো, নর্থইস্টের ও তিন পয়েন্ট প্রয়োজন। তাই সমানে সমানে লড়াইয়ের প্রত‍্যাশা করছেন তিনি।

উল্টোদিকে নর্থইস্টের বেহাল দশা অব‍্যাহত। কোচ বদল করলেও, দলের ভাগ‍্যের বিশেষ কোনও হেরফের আসেনি। ইতিমধ্যে নয়া কোচ অ্যানেসের কোচিংয়ে দুই ম‍্যাচে নয় গোল হজম করেছে নর্থইস্ট ইউনাইটেড। এটিকে মোহনবাগানের আক্রমণ ভাগ কেমন ভাবে সামাল দেয় তারা এখন সেটাই দেখার বিষয়।

শনিবার সন্ধ্যা ৭:৩০ টায় খেলা হবে এই ম‍্যাচ।

আরও পড়ুনঃ IPL 2023 : আইপিএল সব দামি ক্রিকেটার বিদেশি’ই, হতাশ ভারতের প্রাক্তন ওপেনার