ATK Mohun Bagan – এখনও হাতে গোনা কয়েকদিন বাকি জানুয়ারি মাসের ট্রান্সফার মার্কেট শুরুর। তার আগেই সার্বিয়ার সেন্ট্রাল ডিফেন্ডার স্লাভকো দামজানোভিচকে দলে নিয়ে বিরাট চমক দিলো এটিকে মোহনবাগান শিবির। এর আগে চেন্নাইয়ান এফসিতে খেলার সুবাদে ভারতীয় ফুটবল সম্পর্কে ওয়াকিবহাল স্লাভকো।
জানুয়ারি মাসেই সবুজ মেরুন জার্সি চাপিঈ মাঠে নেমে পড়বেন স্লাভকো। এমনটাই সংশ্লিষ্ট ক্লাবের তরফে বুধবার জানানো হয়েছে। (ATK Mohun Bagan)
চলতি মরশুম শুরুর আগে ফ্লোরেন্টিন পোগবাকে আনা হয়েছিল এটিকে মোহনবাগানে। পোগবা আসার পর প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। এরপর পায়ে চোট পান, যার ফলে দীর্ঘ সময়ের জন্যে মাঠের বাইরে চলে যান। তার পরিবর্তে সার্বিয়ার তিরিশ বছর বয়সী ডিফেন্ডার স্লাভকো কে নিলো এটিকে মোহনবাগান। (ATK Mohun Bagan)
চেন্নাইয়ান এফসির হয়ে ১৯ টা ম্যাচ খেলেছিলেন স্লাভকো। তার ট্যাকল, ক্লিয়ারেন্স এবং ব্লকের পরিসংখ্যান ভীষণ চমকপ্রদ। নিখুঁত পাসের গড় আশি শতাংশের অধিক। এটিকে মোহনবাগানে খেলতে আসার আগে তিনি খেলছিলেন সার্বিয়ার সুপার লিগ ক্লাব নোভি পাজরে। কিন্তু এবার ফের আইএসএলে প্রত্যাবর্তন করলেন তিনি। (ATK Mohun Bagan)
The Serbian Wall is here! 💚♥️
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) December 21, 2022
Mariners, welcome Slavko Damjanović! 👊🏻#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/ABkP3DWTQC
আরও পড়ুনঃ Pele : মারণ আকার নিয়েছে ক্যান্সার, বড়দিন হাসপাতালেই কাটবে কিংবদন্তি ফুটবলার পেলের
এটিকে মোহনবাগানের তরফে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা রেখেছিলেন স্লাভকো, তিনি বলেছেন,
“এটিকে মোহনবাগানে যোগ দিতে পেরে অত্যন্ত খুশি আমি। মুখিয়ে আছি নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য। সতীর্থদের সাথে দেখা করার অপেক্ষায় আছি। নিজের কাজটা করে ক্লাবকে সাফলতা এনে দিতে চাই। দেখা হবে খুব শীঘ্রই।”
সার্বিয়া, ভারত ছাড়া হাঙ্গেরি, উজবেকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার ক্লাবেও খেলেছিলেন এই ছয় ফুট উচ্চতার ফুটবলার। ২০২১ সালের আগষ্ট মাসে চেন্নাইয়ান এফসিতে যোগ দিয়েছিলেন। এবার এটিকে মোহনবাগানের হয়ে তিনি কি করেন সেটাই দেখার।
বর্তমানে আইএসএলে ১০ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে আছে এটিকে মোহনবাগান। পরের ম্যাচে ২৪ শে ডিসেম্বর নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে সবুজ মেরূন শিবির।
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : টেস্ট অভিষেকের বারো বছর পর প্রথম উইকেট নিলেন জয়দেব উনাদকাট, দেখুন ভিডিও