২০২২ সালের সেপ্টেম্বর মাসে চিনে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়ান গেমস। আগামী ১০ থেকে ২৫ সেপ্টেম্বর চিনের হাংজুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ১৯ তম এশিয়ান গেমস। কিন্তু জানা গেছে কোভিডের জেরে আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্রতিযোগিতা।
চিনা সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ফের কোভিড মাথাচাড়া দিয়ে ওঠায় আপাতত এশিয়ান গেমস স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার এমনই খবর পরিবেশিত হয়েছে চিনের সংবাদ মাধ্যম গুলো’তে।
খবর অনুযায়ী, শুক্রবার এশিয়া অলিম্পিক কাউন্সিলের তরফে জানানো হয়েছে ১০ থেকে ২৫ সেপ্টেম্বর জুড়ে চিনের হাংজুতে অনুষ্ঠিত হতে চলা ১৯ তম এশিয়ান গেমস আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও এর নেপথ্যে কারণ সম্পর্কে এখনও বিশেষ কিছু না বললেও চিনে ক্রমাগত বাড়তে থাকা কোভিড কেই এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
#BREAKING Asian Games 2022 postponed: Chinese state media pic.twitter.com/ALWriYqes6
— AFP News Agency (@AFP) May 6, 2022
The Olympic Council of Asia said on Friday that the 19th #AsianGames scheduled to be held in China's #Hangzhou from September 10 to 25, 2022, will be postponed. pic.twitter.com/TOKfVQ8BqA
— China Daily (@ChinaDaily) May 6, 2022