Asia Cup 2023 – প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক রামিজ রাজা পিসিবি প্রধান থাকাকালীন হুমকি দিয়েছিলেন যে, ভারতীয় দল যদি পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা ২০২৩’এর এশিয়া কাপ খেলতে না আসে, তবে বাবর আজমদেরও বিশ্বকাপ খেলতে ভারতে পাঠানো হবে না।
মূলত বিসিসিআইয়ের নিশ্চল অবস্থানের জন্যই আপাতত এশিয়া কাপ (Asia Cup 2023) পাকিস্তানের বাইরে চলে যাওয়ার উপক্রম। এই অবস্থায় রামিজের হুমকির সুর শোনা যাচ্ছে পিসিবির অন্দরমহলেও।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপ (Asia Cup 2023) পাকিস্তান থেকে সরিয়ে নিরপেক্ষ কোনও স্থানে আয়োজনের উদ্যোগ নেওয়ার পরেই নড়চড়ে বসেছে পিসিবি। তারা হুমকি দিতে শুরু করেছে যে, এশিয়া কাপ যদি পাকিস্তান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তবে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে পাকিস্তান।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল মার্চেই এশিয়া কাপের নতুন কেন্দ্র নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। পিসিবি সূত্রের খবর, এসিসি’র এমন সিদ্ধান্তে বেজায় খাপ্পা পাকিস্তান ক্রিকেট বোর্ড। সংবাদ সংস্থা এএনআইকে সংশ্লিষ্ট এক সুত্র এই বিষয়ে জানিয়েছে যে –
“কোনও নিরপেক্ষ কেন্দ্রে এশিয়া কাপ সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা-চিন্তায় খুশি নয় পিসিবি। পাকিস্তান থেকে সরলে এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা বেশি আমিরশাহিতে। তবে সেরকম কিছু যদি ঘটে, তবে পাকিস্তান দল বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।”
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : ট্রেনিংয়ে এসে রোহিতকে দেখে জড়িয়ে ধরলেন কোহলি, ভাইরাল হলো ভিডিও
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান তথা বিসিসিআই সচিব জয় শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, নিরাপত্তা নিয়ে সংশয় থাকায় ভারতীয় দল এশিয়া কাপ (Asia Cup 2023) খেলতে পাকিস্তানে যাবে না। তাই এশিয়া কাপ পাকিস্তান থেকে নিরপেক্ষ কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হবে। মার্চে এসিসি’র এক্সিকিউটিভ বোর্ডের বৈঠকে এশিয়া কাপের নতুন কেন্দ্র চূড়ান্ত করা হবে।
গতবছর টি-২০ ফর্ম্যাটে এশিয়া কাপ আয়োজিত হয় সংযুক্ত আরব আমিরশাহিতে। এবছরও সেখানেই এশিয়া কাপ আয়োজিত হওয়ার সম্ভাবনা প্রবল। কাতারও নিরপেক্ষ কেন্দ্র হিসেবে এশিয়া কাপ আয়োজনের আগ্রহ দেখিয়েছে। কাতারে ইতিমধ্যেই বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ আয়োজিত হয়েছে। তাছাড়া ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতাও রয়েছে কাতারের।
এমন সম্ভাবনাও উঁকি দিচ্ছে যে, এশিয়া কাপের (Asia Cup 2023) কিছু ম্যাচ পাকিস্তানে আয়োজিত হতে পারে। তবে ভারত তাদের ম্যাচগুলি খেলতে পারে নিরপেক্ষ কেন্দ্রে। সেক্ষেত্রে আমিরশাহিতেই নিজেদের ম্যাচগুলি খেলতে পারে টিম ইন্ডিয়া। আপাতত এশিয়ান ক্রিকেট কাউন্সিল কী সিদ্ধান্ত নেয়, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
আরও পড়ুনঃ Suresh Raina : ধোনির অবসর নেওয়ার পর কেনো অবসর নিয়েছিলেন, আড়াই বছর পর কারণ বললেন রায়না