
এবারের এশিয়া কাপে (Asia Cup 2023) একই গ্রুপে থাকছে ভারত এবং পাকিস্তান। এমনটাই জানিয়ে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ২০২৩-২৪ সালের ক্রিকেট ক্যালেন্ডারের সূচি ট্যুইট করেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ। এদিকে জয় শাহ এভাবে ট্যুইটের মাধ্যমে সূচি ঘোষণা করায়, বড্ড নাখুশ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি নাজাম শেঠি।
নিজের ক্ষোভ উগরে জয় শাহের উদ্দেশে একটি ট্যুইট করে শেঠি লেখেন,
“তাহলে এবার পিএসএল-এর সূচিও আপনি ঠিক করে দিন।”
প্রসঙ্গত, এবছরের এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজন করার কথা পাকিস্তানের। তবে ভারত পাকিস্তানে গিয়ে খেলবে না বলেই জানিয়েছে। এই আবহে বারবারই ভারতের তরফে বলা হচ্ছে, তৃতীয় কোনও দেশে এশিয়া কাপ আয়োজন করতে হবে। যা নিয়ে অসন্তুষ্ট পাক বোর্ড।
এদিকে জয় শাহের ট্যুইট করা সূচিতে এশিয়া কাপের (Asia Cup 2023) ভেন্যুর কোনও উল্লেখ নেই। তবে পাক ক্রিকেট বোর্ডের সভাপতির অভিযোগ, ‘একতরফা’ ভাবে সূচি ঘোষণা করেছেন জয় শাহ।
জয় শাহকে ট্যাগ করে এই নিয়ে ট্যুইট বার্তায় নাজাম শেঠি লেখেন,
“২০২৩-২৪ মরশুমের জন্য এসিসি-র কাঠামো এবং ক্যালেন্ডার একতরফা ভাবে উপস্থাপন করার জন্য জয় শাহকে ধন্যবাদ। বিশেষ করে এশিয়া কাপ ২০২৩-এর সূচি ঘোষণা করার জন্য ধন্যবাদ। এই ইভেন্টের আয়োজক পাকিস্তান। আপনি যখন এই কাজ করছেনই, তাহলে আমাদের পিএসএল ২০২৩-এর কাঠামো এবং ক্যালেন্ডারও বরং আপনিই উপস্থাপন করতে পারেন ! আপনার দ্রুত প্রতিক্রিয়ার আশা করছি।”
Thank you @JayShah for unilaterally presenting @ACCMedia1 structure & calendars 2023-24 especially relating to Asia Cup 2023 for which 🇵🇰 is the event host. While you are at it, you might as well present structure & calendar of our PSL 2023! A swift response will be appreciated. https://t.co/UdW2GekAfR
— Najam Sethi (@najamsethi) January 5, 2023
আরও পড়ুনঃ Shreyas Iyer : সমালোচকদের সমালোচনাকেই নিজের সেরাটা বের করে আনতে কাজে লাগান শ্রেয়াস
কার্যত, গত বৃহস্পতিবার ২০২৩ সাল এবং ২০২৪ সালের ক্রিকেট ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। ওই ক্যালেন্ডার অনুযায়ী, বিশ্বকাপের ঠিক আগে আগামী সেপ্টেম্বরে ৫০ ওভারের এশিয়া কাপ (Asia Cup 2023) হতে চলেছে।
মোট ছ’টি দল থাকছে এই টুর্নামেন্টে। গ্রুপ ‘এ’-তে আছে ভারত, পাকিস্তান এবং ‘কোয়ালিফায়ার ১’। দ্বিতীয় গ্রুপে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। অর্থাৎ গতবারের এশিয়া কাপে দু’বার মুখোমখি হওয়ার পর, এবারও কমপক্ষে দু’বার ভারত এবং পাকিস্তানের লড়াই হতে পারে।
এমনিতে পাকিস্তানে এশিয়া কাপ (Asia Cup 2023) হওয়ার কথা থাকলেও মাসকয়েক আগে শাহ জানিয়েছিলেন যে নিরপেক্ষ জায়গায় সেই প্রতিযোগিতা হবে। তা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে কোনও কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি ভারতীয় বোর্ড।
আরও পড়ুনঃ Big Bash League : বিগ ব্যাশ লিগের ইতিহাসে সর্বাধিক রান চেজ করে জয়ের নজির অ্যাডিলেড স্ট্রাইকার্সের