Asia Cup 2023 : হারার ভয়ে ভারত পাকিস্তানে এসে খেলতে চাইছে না, এমনই বিস্ফোরক দাবী প্রাক্তন পাক ক্রিকেটারের

0
34
Asia Cup 2023 : “India won't come to Pakistan because they are afraid of losing” - Former Pakistan opener Imran Nazir
Asia Cup 2023 : “India won't come to Pakistan because they are afraid of losing” - Former Pakistan opener Imran Nazir

Asia Cup 2023 – ২০২৩’এর এশিয়া কাপ খেলতে কি পাকিস্তানে যাবে টিম ইন্ডিয়া ? যতই দিন গড়াচ্ছে, ততই বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে।

পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক এবং কূটনৈতিক সমস্যার কারণে ভারত যে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যেতে পারবে না, সেটা আগেই পরিষ্কার করে বলে দিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। জয় শাহ আবার এসিসি সভাপতিও। তিনি এশিয়া কাপের ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসি-কে চিঠিও পাঠিয়েছিলেন।

এশিয়া কাপ (Asia Cup 2023) পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এখন এই টুর্নামেন্টের ভেন্যু নিয়ে চলছে তীব্র ডামাডোল। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এশিয়া কাপের জন্য দুই বোর্ড মিলে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে। যে সিদ্ধান্ত অনুসারে, এশিয়া কাপ পাকিস্তানেই হবে। তবে ভারতের ম্যাচগুলি একটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সম্ভবত দুবাই বা আবুধাবিতে হবে সেই ম্যাচ গুলি।

আসলে পাকিস্তানের নিরাপত্তার উপর আস্থা রাখতে পারছে না ভারত। যদিও ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দলগুলি সেখানে পূর্ণাঙ্গ সিরিজ খেলে গেছে। তবে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইমরান নাজির মনে করেন যে, নিরাপত্তা ইস্যু আসলে ছল। পাকিস্তানের মাটিতে তাদের বিরুদ্ধে খেলতে ভয় পাচ্ছে ভারত। তাই তারা পাকিস্তানে খেলতে চাইছে না। (Asia Cup 2023)

সম্প্রতি নাদির আলির পডকাস্টে ইমরান নাজির এই বিষয়ে বলেছেন,

“নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই। বহু দলই পাকিস্তানে এসে খেলছে। এ টিম খেলেছে। এমন কী অস্ট্রেলিয়া সফর করেছে। এগুলো সবই অজুহাত। সত্যিটা হল, ভারত (এশিয়া কাপের জন্য) পাকিস্তানে আসবে না, কারণ তারা হেরে যাওয়ার ভয় পাচ্ছে। নিরাপত্তা অজুহাত মাত্র। আসুন এবং এখানে ক্রিকেট খেলুন।”

প্রসঙ্গত, ভারত শেষবার পাকিস্তান সফর করেছিল ২০০৬ সালে। তখন তারা টেস্ট সিরিজ হেরেছিল, কিন্তু ওয়ানডে সিরিজ জিতেছিল। ২০১২-১৩ সালে সংক্ষিপ্ত সফরের পর দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন হওয়ার আগে পাকিস্তান দুবার ভারত সফর করেছে।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : ভারত হারলেও লারা-পন্টিং’কে পিছনে ফেলে একাধিক রেকর্ড গড়লেন বিরাট কোহলি

এরপর অবশ্য পুরো এক দশক পার হয়ে গিয়েছে কোনও দ্বিপাক্ষিক সিরিজে খেলে না দুই দেশ। শুধুমাত্র আইসিসি টুর্নামেন্ট যেমন বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপে (Asia Cup 2023) একে অপরের মুখোমুখি হয় তারা।

গত বছর, ভারত ও পাকিস্তান তিন বার মুখোমুখি হয়েছে একে অপরের, দুবার এশিয়া কাপের (Asia Cup 2023) সময় এবং পরে টি-টোয়েন্টি বিশ্বকাপে। তিন ম্যাচেই টানটান উত্তেজনা ছিল। নাজিরের দাবি,

“লোকেরা ভারত বনাম পাকিস্তানের খেলা দেখতে চায়। কারণ এই ম্যাচকে ঘিরে আলাদা উত্তেজনা রয়েছে তাদের মধ্যে। সমগ্র বিশ্ব এটা জানে। এমনকি আমরা ক্রিকেটার হিসেবে মনে করি যে, ক্রিকেট বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছানোর জন্য, ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া দরকার।

আমরা অনেক ক্রিকেট খেলতাম। ওরা এত ভারসাম্যপূর্ণ, তবে ভারত হার সহ্য করতে পারে না। এটা একটা খেলা। আপনি কিছু ম্যাচ জিতবেন, কিছু হারবেন, এটাই স্বাভাবিক।”

আরও পড়ুনঃ Team India : নিজেদের করা ভুল গুলোকে মাথায় রেখে সেখান থেকেই শিক্ষা নিক ভারত, মত গাভাস্কারের