Ashton Agar : ভারতে টেস্ট ম‍্যাচ খেলার জন্যে মুখিয়ে আছেন অ্যাস্টন অ্যাগার

0
15
Ashton Agar :
Ashton Agar : "Playing Test match cricket in India is something I’ve always wanted to do" - Ashton Agar

Ashton Agar – বাঁ হাতি অসি স্পিনার জানিয়েছেন ভারতের মাটিতে টেস্টে খেলার জন্যে মুখিয়ে আছেন অ্যাস্টন আগার। ভারতের পিচ সব সময় স্পিন সহায়ক, বিষয়টি যে তাক দারুণ ভাবে সাহায্য করবে তা জানেন আগার।

চলতি বিগ ব‍্যাশে পার্থ স্কচার্স শিবির ছেড়ে অস্ট্রেলিয়ার টেস্ট শিবিরে যোগ দিয়েছেন আগার। সিডনি সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে খেলবেন তিনি। (Ashton Agar)

২৯ বছর বয়সী এই স্পিনারকে ডেকে নেওয়া হয়েছে তৃতীয় টেস্টে, এছাড়াও ডাকা হয়েছে ম‍্যাট রেনশ’কে। চোট এবং মাঠ দুটো বিষয় মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফেব্রুয়ারি তে ভারতের বিপক্ষে চার টি টেস্ট ম‍্যাচ খেলতে আসবে অস্ট্রেলিয়া দল। তার আগে অ্যাগার বলেছেন তিনি ভারতে টেস্ট খেলার জন্যে মুখিয়ে আছেন, (Ashton Agar)

“ভারতে যখন টেস্ট খেলা হয়, দেখি আমি। আমার ভারতে টেস্ট খেলার বিরাট ইচ্ছা। আমার বহুদিনের স্বপ্ন। ওখানকার পিচ দারুণ চ‍্যালেঞ্জিং। বেশ স্পিন সহায়ক। যদি একটু টার্ন পাই তাহলে অন‍্যরকম ব‍্যাপার হবে। দেখি এখন খেলার সুযোগ পাই কিনা।”

আরও পড়ুনঃ Virat Kohli : বছরের শুরুতে অনুষ্কা শর্মার সাথে দারুণ ছবি পোস্ট করলেন বিরাট কোহলি, দিলেন নতুন বছরের বার্তা 

২০১৩ সালে নটিংহ‍্যামে কেরিয়ারের প্রথম টেস্ট ম্যাচ খেলেন অ্যাস্টন অ্যাগার। অভিষেক টেস্টে চমকপ্রদ পারফরম্যান্স দিয়েছিলেন তিনি। অ্যাসেজের সেই ম‌্যাচে ৯৮ রান করেছিলেন তিনি। যদিও এখনও অবধি তিনটি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন তিনি, শেষ খেলেছিলেন ২০১৭ সালে। (Ashton Agar)

আরও পড়ুনঃ Happy New Year 2023 : দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেটারেরা