IND vs SL 2023 – পুণেতে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে অনভিপ্রেত রেকর্ড গড়লেন অর্শদীপ সিং। প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি ম্যাচে নো বল করার হ্যাটট্রিক করার রেকর্ড গড়লেন অর্শদীপ। সুযোগের সদ্বব্যবহার করেন কুশল মেন্ডিস, ফ্রি হিটে চার এবং ছক্কা মেরে। নয় বলে ১৯ রান হজম করেন অর্শদীপ। এরপর বোলিং করতে আসেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
সিরিজের প্রথম ম্যাচে খেলেননি এই ভারতীয় পেসার শারীরিক অসুস্থতার কারণে। কিন্তু দ্বিতীয় ম্যাচের শুরুতে এমন বিপর্যয়ের মুখোমুখি হওয়ার জেরে, বাকি ওভার গুলোতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। (IND vs SL 2023)
এমন লজ্জাজনক পারফরম্যান্স দেওয়ার মধ্যে লজ্জার নজির গড়ে ফেললেন অর্শদীপ। টি-টোয়েন্টিতে এখনও অবধি ১২ টা নো বল করার রেকর্ড গড়লেন তিনি। যা আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশী। এতোদিন হাসান আলী (১১ টা) এবং ওয়েস্ট ইন্ডিজের কেমো পলের (১১ টা) এই রেকর্ড দখলে ছিলো। (IND vs SL 2023)
Three back-to-back no-ball from Arshdeep Singh 🤯
— Sportskeeda (@Sportskeeda) January 5, 2023
📸: Disney+Hotstar#CricketTwitter #indvssl pic.twitter.com/bK0y7OBLij
এদিন, ভারতের হয়ে অভিষেক করলেন মহারাষ্ট্রের ব্যাটার রাহুল ত্রিপাঠী। পুণে অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের মাঠে এদিন ঘরের মাঠে দেশের হয়ে কেরিয়ারের প্রথম ম্যাচ খেলার সুযোগ পেলেন রাহুল।
খেলা শুরুর প্রাক্কালে অধিনায়ক, হেড কোচের উপস্থিতিতে ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের হাত থেকে অভিষেক ক্যাপ হাতে পেলেন রাহুল ত্রিপাঠী। সেই বিশেষ মুহুর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। (IND vs SL 2023)
প্রথম টি টোয়েন্টি ম্যাচে খেলাকালীণ হাঁটুতে চোট পান সঞ্জু স্যামসন। এর ফলে রাহুলের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ওপেন করার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে এবং সেই জল্পনার অবসান ঘটলো এবার বলা চলে। (IND vs SL 2023)
এদিকে চোট লাগার পর সঞ্জুকে স্ক্যান করানোর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের কাছে পাঠানো হয়। তাকে বর্তমানে বিশ্রাম এবং চোট সারানোর পরামর্শ দেওয়া হয়েছে। (IND vs SL 2023)
সঞ্জু স্যামসনের চোট লাগার পর বিসিসিআই দ্বিতীয় টি টোয়েন্টি শুরুর আগে ভারতীয় দলে জুড়ে নেন বিদর্ভের উইকেট কিপার – ব্যাটার জীতেশ শর্মাকে। এছাড়া রুতরাজ গায়কোয়াড়ের’ও দলে ছিলেন। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট রাহুল ত্রিপাঠীকে দলে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুনঃ IND vs SL 2023 : অবশেষে দেশের হয়ে খেলার সুযোগ পেলেন রাহুল ত্রিপাঠী, দেখুন ভিডিও