Arsene Wenger : ভারতের ফুটবলের উন্নতির স্বার্থে এবার কাজ করবেন আর্সেনাল কিংবদন্তি আর্সেন ওয়েঙ্গার 

0
294
Arsenal legend Arsene Wenger will work for the betterment of Indian football
Arsenal legend Arsene Wenger will work for the betterment of Indian football

Arsene Wenger – ভারতীয় ফুটবলের গ্রাসরুট লেভেল এবং যুব প্রতিভাদের ডেভেলপমেন্টের স্বার্থে এবার কাজ করতে চলেছেন কিংবদন্তি আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার। ৭৩ বছর বয়সী এই ফুটবল ব‍্যক্তিত্ব বর্তমানে ফিফার চিফ অফ গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের দায়িত্বে আছেন।

কাতার বিশ্বকাপ চলাকালীন ওয়েঙ্গার সহ আরও বেশ কিছু ফিফা আধিকারিক এবং এশিয়ান ফুটবল কাউন্সিলের বেশ কিছু সদস্য সর্বভারতীয় ভারতীয় ফুটবল ফেডারেশনের কথা বার্তা চালিয়েছিলেন ভারতীয় ফুটবলের ইউথ ডেভেলপমেন্টের বিষয় আলোচনা করার জন্যে। এরপর AIFF একটি পরিকল্পনা সারে ফিফা এবং এএফসি থেকে ইনপুট নিয়ে। (Arsene Wenger)

প্ল‍্যানটির নাম দেওয়া হয়েছে Vision 2047, এর অন‍্যতম লক্ষ‍্য ভারতকে এশিয়ার সর্ববৃহৎ ফুটবল খেলিয়ে দেশ হিসেবে গড়ে তোলা। একটি শক্তিশালী প্রিমিয়ার লিগ গড়ার পাশাপাশি একটা শক্তিশালী ফুটবলিং ইকোসিস্টেম গড়ে তোলার কাজে এক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হবে। (Arsene Wenger)

ভারতের এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন আর্সেন ওয়েঙ্গার। এরমধ্যে প্রধান কাজ সাউথ এশিয়ান দেশটার গ্রাসরুট প্রোগ্রাম গুলোকে ভালো করে সাজানোর বিষয়টি আছে। রোডম‍্যাপ প্রকাশ‍্যে আনার পর AIFF প্রেসিডেন্ট কল‍্যান চৌবে ওয়েংগারের কি ভূমিকা হতে চলেছে সেটা প্রকাশ‍্যে এনেছেন এদিন, তার বক্তব্য –

“আমাদের সাথে ফিফা ডেভেলপমেন্ট টিমের বিস্তারিত আলোচনা হয়েছে। আর্সেন ওয়েঙ্গার ফিফার ফিফা টাস্ক ফোর্সের হেড এখন। তিনি আমাদের সাহায্য করবে গ্রাসরুট প্রোগ্রামের বিষয়। ওয়েঙ্গারের টিমের কোচেরা আসবেন।”

ছয়টা স্ট্রাটেজিক Four- year Plan এর উপর নির্ভর করে এগোনো হবে বলে জানিয়েছেন কল‍্যান। তার বক্তব্য –

“ভিশন ২০৪৭ তৈরী, এবার সেটা প্রয়োগ করা শুরু হবে। ছয়টা চার বছরের স্ট্রাটেজিক প্ল‍্যান করে এগানো হবে। এর মধ্যে প্রথম ২০২৬ সাল অবধি চালানো হবে। আমাদের লক্ষ‍্যে থাকা পরিকল্পনা গুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে একটা ভালো ফুটবল ইকোসিস্টেম তৈরী ক‍রার জন্যে।”

আরও পড়ুনঃ Shakib Al Hasan : বিপএলের খেলা চলাকালীন আম্পায়ারের উপর মেজাজ হারালেন সাকিব আল হাসান, দেখুন ভিডিও

সম্প্রতি আর্সেন ওয়েঙ্গার কে তার পুরনো ক্লাব আর্সেনালের খেলা দেখতে হাজির থাকতে দেখা গেছিলো। দীর্ঘ বাইশ বছর কোচিং করানোর পর ২০১৮ সালে আর্সেনালের দায়িত্ব ছেড়েছিলেন ওয়েঙ্গার। ঘরের মাঠে ওয়েস্ট হ‍্যাম ইউনাইটেডের বিরুদ্ধে পুরনো দলের খেলা দেখতে হাজির ছিলেন তিনি। গানার্সের কোচ হিসেবে একাধিক মেজর ট্রফি জিতেছিলেন ওয়েঙ্গার। এর মধ্যে আছে তিনটি প্রিমিয়ার লিগ এবং সাতটি এফ এ কাপ।

ওয়েঙ্গার দায়িত্ব ছাড়ার পর আর্সেনালের দায়িত্বে আসেন মিকেল আর্তেতা। ওই সময় ফ্যান এবং মিডিয়া এই স্প‍্যানিশ কোচের মুন্সীয়ানা নিয়ে প্রশ্ন তুললেও তার কোচিংয়ে এবছর প্রিমিয়ার লিগে দারুণ ফুটবল খেলছে আর্সেনাল। লিগে দ্বিতীয় স্থানে থাকা দলের থেকে পাঁচ পয়েন্ট বেশি নিয়ে লিগের শীর্ষ স্থান ধরে রেখেছে তারা, এখনও অবধি হেরেছে একটি মাত্র ম‍্যাচে। এই মরশুম শুরুর আগে আর্সেন ওয়েঙ্গার বলেছিলেন তিনি বিশ্বাস রাখেন এবার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে নিতে পারে আর্সেনাল।

আরও পড়ুনঃ Cristiano Ronaldo : মেসির বিশ্বকাপ জয়ের থেকে  বেশি রোনাল্ডোর আল নাসরের অভিষেক দেখেছেন মানুষ