Arsenal – আর্সেন ওয়েঙ্গারের উপস্থিতিতে ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে দুরন্ত প্রত্যাবর্তন করলো আর্সেনাল। ম্যাচ জিতেছে ৩-১ গোলে। এই জয়ের ফলে সাত পয়েন্টের লিড নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখলে রাখলো আর্সেনাল।
দীর্ঘ ২২ বছর কোচিং করানোর পর ২০১৮ সালে আর্সেনালের দায়িত্ব ছেড়েছিলেন আর্সেন ওয়েঙ্গার। এরপর ২০২২ সালে এমিরেটস স্টেডিয়ামে ফের দেখা মিললো ওয়েঙ্গারের। ম্যাচের শুরুতে বেনরাহমার পেনাল্টিতে করা গোলে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। সেকেন্ড হাফে সাকা, মার্টিনেলি এবং নেকিতাহ’র করা গোলে ম্যাচ জেতে আর্সেনাল। (Arsenal)
এই জয়ের সুবাদে চলতি মরশুমে ঘরের মাঠে একশো শতাংশ জয়ের রেকর্ড বজায় রাখলো আর্সেনাল। ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে গানার্স’রা, দ্বিতীয় স্থানে থাকা নিউক্যাসেলের থেকে সাত পয়েন্ট এগিয়ে আছে তারা। (Arsenal)
উইলিয়াম সালিবা জারেড বোয়েনকে ফাউল করলৈ পেনাল্টি পায় ওয়েস্ট হ্যাম। ম্যাচের ২৭ মিনিটে আর্সেনালের গোলকিপার রামসডালেকে পরাস্ত করে ওয়েস্ট হ্যামের বেনরাহমা ম্যাচের প্রথম গোলটা করেন। একটি পেনাল্টি আর্সেনাল’ও পেয়েছিলো, কিন্তু পরবর্তীতে সময় ভিডিও রেফারি সেটা বাতিল করেন। (Arsenal)
Showing their mettle ⚔️#ARSWHU pic.twitter.com/i1nSMFbmV8
— Premier League (@premierleague) December 26, 2022
আরও পড়ুনঃ IND VS SL 2023 : শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ মিস করতে চলেছেন রোহিত শর্মা
ম্যাচর ৫৩ মিনিটে সাকা সমতায় ফেরায় আর্সেনাল কে। এর মিনিট ছয়েক পর মার্টিনেলি আর্সেনালের তরফে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন বক্সের মধ্যে থেকে একটি জোড়ালো শটে। চোট পাওয়া গ্যাব্রিয়েল জেসাসের বদলে এই ম্যাচে প্রথম থেকে খেলার সুযোগ পান নেকিতাহ, ৬৯ মিনিটে তিন নম্বর গোলটা করেন তিনি।
বিশ্বকাপের পর এই প্রথম আর্সেনাল খেলতে নেমেছিলো। কাতার বিশ্বকাপে খেলাকালীণ চোট পান ব্রাজিলে জেসাস, তিনি আপাতত তিন মাস মাঠের বাইরে। তার না থাকার প্রভাব কতোটা আর্সেনালের খেলায় পড়ে, এটাই দেখার ছিলো এদিন।
আগষ্ট মাসের পর লিগের কোনও অ্যাওয়ে ম্যাচ জেতেনি ওয়েস্ট হ্যাম। এদিন খেলার শুরু থেকে তারা বেশ চাপে রেখেছিলো গানার্স’দের। কিন্তু শেষ অবধি নার্ভটা ধরে রাখতে পারলোনা তারা।
আরও পড়ুনঃ IPL 2023 : আইপিএলে দল না পেয়ে হতাশ সন্দীপ শর্মা