
Anurag Thakur – আগামী বছর এশিয়া কাপে ভারত পাকিস্তানে খেলতে না এলে, ২০২৩ সালে ভারতের মাটিতে বসতে চলা ৫০ ওভারের বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান। এমনটাই হুমকি দিয়েছেন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা।
সম্প্রতি পাকিস্তানের সংবাদ মাধ্যমকে রামিজ রাজা (Ramiz Raja) বলেছিলেন,
“আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত। ভারত খেলতে এলে তবেই আমরা ভারতে বিশ্বকাপ খেলতে যাবো। আর যদি তারা আসতে না চায়, তাহলে সেটা তাদের ব্যাপার। সেক্ষেত্রে পাকিস্তান ছাড়াই বিশ্বকাপ খেলা হোক। পাকিস্তান ওডিআই বিশ্বকাপে না খেললে, কারা দেখবে তখন বিশ্বকাপ ? আমরা আগ্রাসী মনোভাব দেখিয়ে এগোচ্ছি। আমাদের দল ভালো খেলছে। হারিয়েছি সবচেয়ে বেশী মুনাফা করা দেশকে। টি ২০ বিশ্বকাপ ফাইনাল খেলেছি।”
রাজা আরো বলেন,
“আমি বারবার পাকিস্তান ক্রিকেটের অর্থনৈতিক বিষয় গুলো নিয়ে কথা বলেছি। সেক্ষেত্রে বদলের প্রয়োজন আছে। আর সেটা সম্ভব তখনই হবে, যখন দল ভালো পারফরম্যান্স দেবে। আমরা ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত কে হারিয়েছিলাম। এবছর এশিয়া কাপে হারিয়েছি।”
আরও পড়ুনঃ Virat Kohli : অবসরের ইঙ্গিত দিলেন বিরাট কোহলি ? আতঙ্কে ভুগছেন ফ্যানেরা
একদিকে এখনও এবিষয় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু চুপ থাকলেন না ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। ANI কে তিনি বলেছেন,
“সঠিক সময়ের অপেক্ষা করুন। স্পোর্টসের মেজর পাওয়ার এখন ইন্ডিয়া, এখন কোনও দেশের পক্ষে ভারতকে উপেক্ষা করা সম্ভব নয়।”
২০২৩ সালে প্রথম বারের মতো এককভাবে ওডিআই বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। এর আগে ১৯৮৭ সালে পাকিস্তান, ১৯৯৬ সালে পাকিস্তান এবং শ্রীলঙ্কা, ২০১১ সালে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সাথে যৌথ ভাবে আয়োজন করার দায়িত্ব পেয়েছিলো ভারত। (Anurag Thakur)