
বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN 2022) সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলের তিন জন স্পিনারকে খেলানো ঠিক হবে বলে মনে করেন ওয়াসিম জাফর।
প্রথম টেস্টে রবিচন্দ্রন অশ্বিন এবং আক্সার প্যাটেলের খেলা পাকা বলা যায়। এবার সৌরভ কুমার এবং কুলদীপের মধ্যে থেকে কাকা বেছে নেওয়া হয়, এখন সেটাই দেখার ব্যাপার। (IND vs BAN 2022)
চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক, তাই দলে বেশি পরিমাণে স্পিনার নিলে সহায়তা মিলবে, তাই তিন স্পিনার নিয়ে খেলতে নামা উচিত হবে ভারতের, ওয়াসিম জাফরের বক্তব্য – (IND vs BAN 2022)
“আমার মতে চট্টগ্রামের পিচ স্পিনারদের সহায়তা করবে। কারণ এখানকার উইকেট ব্যাটিং সহায়ক, যারা প্রথমে ব্যাটিং করবে, আর অথবা প্রথম দুই দিন অন্তত ব্যাট করবে তারা ম্যাচে অনেকটা এগিয়ে যাবে।”
Covering all bases, #TeamIndia trained in Chattogram ahead of our 1st Test against Bangladesh.
— BCCI (@BCCI) December 12, 2022
Snapshots from our training session 📸📸#BANvIND pic.twitter.com/xh6l9rdhYu
The Two Captains – @klrahul & Shakib Al Hasan pose with the silverware ahead of the two-match Test series.#BANvIND pic.twitter.com/IlcH39MncZ
— BCCI (@BCCI) December 12, 2022
চট্টগ্রামের জাহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই নিয়ে তিন বারের মতো টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারত, আর আগে শেষ বার এই মাঠে ২০১০ সালে শেষ টেস্ট খেলেছিলো ভারত, সেই ম্যাচে ১১৩ রানে জিতেছিলো টিম ইন্ডিয়া। (IND vs BAN 2022)
ম্যাচের নিজের পছন্দের প্রথম একাদশে একজন অতিরিক্ত স্পিনারকে খেলানো ঠিক হবে বলে মনে করেন ওয়াসিম জাফর। তাই নিজের পছন্দের একাদশে কুলদীপ যাদবকে রেখেছেন জাফর, জাফরের পছন্দের প্রথম একাদশ –
Shubman Gill, KL Rahul (C), Cheteshwar Pujara, Virat Kohli, Shreyas Iyer, Rishabh Pant (WK), Ravichandran Ashwin, Axar Patel, Kuldeep Yadav, Mohd Siraj, Umesh Yadav.
২০২১ সালে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলো কুলদীপ যাদব। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ১২ ওভার বোলিং করে দুটো উইকেট নিয়েছিলেন তিনি।
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : বিশ্রামের পর এবার চনমনে মেজাজে খেলতে নামবেন পন্ত, মত ওয়াসিম জাফরের