Amitabh Bachchan : মেসি, রোনাল্ডোর সাথে এক’ই মঞ্চে অমিতাভ বচ্চন, দেখুন ভিডিও

0
20
Amitabh Bachchan : Amitabh Bachchan Meets Messi and Ronaldo In Riyadh Ahead of PSG vs Saudi All-Stars Friendly Match (Watch)
Amitabh Bachchan : Amitabh Bachchan Meets Messi and Ronaldo In Riyadh Ahead of PSG vs Saudi All-Stars Friendly Match (Watch)

Amitabh Bachchan- রিয়াধের আল ফাধ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নেতৃত্বাধীন সৌদি আরব একাদশ বনাম প‍্যারিস সাঁজা। আল নাসর এবং আল হিলালের সেরা ফুটবলার দের নিয়ে সৌদি আরবের দলটা গঠন করা হয়েছিল। তারকাদের ভিড়ে এদিন হাজির ছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

সৌদি আরবের বেশ কিছু ডেলিগেটসদের সাথে মাঠে ঢোকেন অমিতাভ বচ্চন। দুই দলের ক্রিকেটারদের সাথে হাত মেলান তিনি, এরমধ্যে ছিলেন রোনাল্ডো এবং মেসি, দুজনেই। মাঠে কিংবদন্তি বলিউড তারকার উপস্থিতি অবাক করেছে সকল বলিউড ফ‍্যানেদের। (Amitabh Bachchan)

খেলা শুরুর আগে টিম ফটো’ও তুলতে দেখা গেছে বচ্চন কে। খেলার শুরুতে গোল করতে খুব বিশেষ একটা সময় নেননি মেসি। ম‍্যাচের মিনিট তিনেকের মধ্যে গোল করে দলকে এগিয়ে দেন‌। পিএসজির হয়ে এদিন মাঠে নামেন মেসি, নেইমার এবং এমবাপ্পে। দীর্ঘ সময় পর রিয়াল মাদ্রিদের সতীর্থ সের্গিও র‍্যামোসের সাথে এদিন দেখা করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (Amitabh Bachchan)

আসা যাক অমিতাভ বচ্চনের প্রসঙ্গে, বরাবর একজন ফুটবল ভক্ত হিসেবে সুপরিচিত অমিতাভ বচ্চন। একাধিক বার তিনি নিজেকে চেলসির একজন ভক্ত বলেই পরিচয় দিয়ে এসেছেন। অমিতাভের পুত্র অভিষেক আইএসএলের ক্লাব চেন্নাইয়ান এফসির মালিক। (Amitabh Bachchan)

আরও পড়ুনঃ Cristiano Ronaldo : নেইমার, এমবাপ্পে, মেসির সাথে আলাপ করলেন রোনাল্ডো, ভাইরাল হলো ভিডিও

আসা যাক পিএসজির কথায়। তারা ফরাসি লিগে এই মুহূর্তে শীর্ষ স্থানে আছে। তবে বিশ্বকাপের বিরতির পর থেকে লিগ শুরুর পর খানিকটা সময় খারাপ যাচ্ছে ক্লাবটার। তারা দুটো ম‍্যাচে হেরেছে।

আল নাসরে সই করার পর এটাই প্রথম ম‍্যাচ ছিলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। রেজিস্ট্রেশন জনিত সমস্যা এবং আগের ক্লাব ম‍্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় সাসপেনশন থাকায় এখনও অবধি তিনি তার নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে পারেননি। রোববার ২৭ শে জানুয়ারি আল নাসরের হয়ে অভিষেক করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

আরও পড়ুনঃ IND vs NZ 2023 : শুভমান গিলের খেলায় রজার ফেডেরার’কে খুঁজে পেলেন প্রাক্তন পাক তারকা