IPL 2023 : আইপিএল সব দামি ক্রিকেটার বিদেশি’ই, হতাশ ভারতের প্রাক্তন ওপেনার

0
21
All the expensive cricketers in IPL 2023 are foreigners disappointed former India opener Aakash Chopra
All the expensive cricketers in IPL 2023 are foreigners disappointed former India opener Aakash Chopra

IPL 2023 – বিরাট কোহলি, ঋষভ পন্তের মতো ক্রিকেটারদের মাথায় আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটারদের তকমাটা থাকেনা। এটা দেখে ভীষণ হতাশ প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া। বিষয়টিকে আইপিএলের নিলামের ‘অত্যন্ত দূর্ভাগ্যজনক ঘটনা’র তকমা দিয়েছেন আকাশ।

শুক্রবার কোচিতে আইপিএলের মিনি নিলামে ঘটে গেছে অত‍্যাশ্চর্য ঘটনা। একই দিনে আইপিএলের ইতিহাসে অন‍্যতম সেরা তিন দামী ক্রিকেটারের তালিকায় উঠে এসেছে স‍্যাম কারাণ, ক‍্যামেরুন গ্রিন এবং বেন স্টোকসের মতো তারকা তিন বিদেশি অলরাউন্ডার। (IPL 2023)

১৮.৫ কোটি টাকার বিনিময়ে ইংল্যান্ডের অলরাউন্ডার স‍্যাম কারাণ পঞ্জাব কিংসে যোগদান করেছেন। ১৭.৫ কোটি টাকার বিনিময়ে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক‍্যামেরুন গ্রিন যোগদান করেছেন মুম্বই ইন্ডিয়ান্সে। ১৬.২৫ কোটি টাকার বিনিময়ে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। (IPL 2023)

ভারতীয় ক্রিকেটারদের উন্নতির স্বার্থে আইপিএলের ভূমিকা অপরিসীম। কিন্তু এরই মাঝে আইপিএলের সমস্ত দামি ক্রিকেটার বিদেশি দেখে ভীষণ হতাশ হয়েছেন আকাশ চোপড়া। নিজের Youtube চ‍্যানেলের ভিডিওতে তিনি বলেছেন –

“ব‍্যক্তিগত ভাবে একটা বিষয় আমাকে খুব আঘাত করেছে, সেটা হলো স‍্যাম কারাণ, ক‍্যামেরুন গ্রিন এবং বেন স্টোকসের মতো ক্রিকেটারদের নিলামে এতো পরিমাণে দাম পাওয়া। জসপ্রীত বুমরাহ’র মতো ক্রিকেটারেরা ১২-১৪ কোটি টাকার দাম পাচ্ছে না, ১৫-১৬ কোটি টাকা পাবে ঋষভ পন্ত। এটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, কিন্তু দূর্ভাগ্যের বিষয়, ভারতের ক্রিকেটারেরা দামি ক্রিকেটারদের তালিকায় নেই।”

ঋষভ পন্ত এবং হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটারেরা যদি নিলামে ফিরে আসে, তাহলে প্রতিটি ফ্রাঞ্চাইজি এদের পেতে এতোটাই মরিয়া হয়ে উঠবে যে বিদেশি ক্রিকেটারদের দিকে তেমন নজর দিতে পারবেনা। এমনটাই দাবি করেছেন আকাশ চোপড়া।

আরও পড়ুনঃ IPL 2023 : ২০২৩ সালের আইপিএলে আরসিবির হয়ে ওপেন করতে দেখা যাবে বিরাট কোহলিকে

হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটারেরা ক‍্যামেরুন গ্রিনের থেকে কম দাম পাচ্ছে, এটা ঠিক নয়, অন্তত দুই ক্রিকেটারের গুন দেখে যা মনে হয়। চোপড়ার বক্তব্য –

“ভারতের তারকা ক্রিকেটারেরা যদি নিলামে নিজেদের নাম লেখান, তাহলে প্রতিটি ফ্রাঞ্চাইজি তাদের ভাড়ার ফাঁকা করে দেবে। কিন্তু তারা নিলামে অংশগ্রহণ না করে ১৫-১৬ কোটি টাকা পেয়ে সীমাবদ্ধ থাকছে, যেখানে ক্যামেরুন গ্রিনের মতো ক্রিকেটারেরা ১৭.৫ কোটি টাকা পাচ্ছে। আমার মতে এই সব ঠিক নয়।”

এবারের আইপিএলের নিলামে অলরাউন্ডারের দাপট ছিলো বিরাট পরিমাণে।

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : শান্ত’র কীর্তি দেখে ক্ষেপে লাল কোহলি, দেখুন ভিডিও