KL Rahul – দীর্ঘদিনের বান্ধবী আথিয়া শেট্টির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কে এল রাহুল। সোমবার মহারাষ্ট্রের খান্ডালাতে বসেছিলো এই বিবাহের আসর।
বেশ কিছু বছর ডেট করার পর অবশেষে ব্যক্তিগত পরিসরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই সেলেব কাপল।
বিবাহ অনুষ্ঠান সেরে সকল ফ্যানেদের খবর জানাতে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করতে দেখা যায় এই সেলেব কাপল কে। রাহুল তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেই ছবির ক্যাপশানটি ভীষণ চমকপ্রদ। (KL Rahul)
“তোমার দেখানো আলোয়, আমি ভালোবাসা কি, সেটা বুঝেছি।
আজ আমাদের সকল প্রিয় মানুষদের সাথে বাড়িতে বিয়ে সারলাম। সবাইকে আমাদের অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। এই একসাথে চলা শুরু করার আগে আমরা আপনাদের প্রার্থনা এবং আশীর্বাদ চাইছি।”
রাহুলের বেশ কিছু সতীর্থরা তাকে উইশ করেছে, তাদের পরবর্তী জীবনের শুভেচ্ছা জানিয়েছেন সকলে। সূর্য কুমার যাদব লিখেছেন –
“অনেক অনেক অভিনন্দন।”
আরও পড়ুনঃ KL Rahul : বিয়ে সারলেন কে এল রাহুল এবং আথিয়া শেট্টি, আইপিএলের পর হবে রিসেপশন
মায়াঙ্ক আগারওয়াল দীর্ঘদিনের সতীর্থ কে এল রাহুলের। দুজনে একসাথে খেলেছিলেন কর্ণাটকের হয়ে। তিনি লিখেছেন –
“অভিনন্দন দুজনকে। দুজনকে অনেক শুভেচ্ছা।”
রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সাজদেহ এবং ভারতের প্রাক্তন অলরাউন্ডার সুরেশ রায়না ও অভিনন্দন জানিয়েছেন। তালিকায় আছেন বিরাট কোহলি, যুজবেন্দ্র চাহাল এবং নবদীপ সাইনি।
আছেন বলিউডের তারা’রাও করিশ্মা কাপুর, কৃতি শ্যানন, করণ জোহার, পরীনিতি চোপড়া, আলিয়া ভাট, কার্তিক আরিয়ান, ভিকি কৌশল, অনন্যা পান্ডে, রাকুল প্রীত সিং সহ আরো অনেকেই।