Ajinkya Rahane – রঞ্জি ট্রফির চলতি মরশুমে মুম্বাইয়ে পারফরম্যান্স এবং নিজের ফর্ম নিয়ে কথা বললেন আজিঙ্কা রাহানে। শেষ বার সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে খেলেছিলেন রাহানে, এখন জাতীয় দলে প্রত্যাবর্তন করাটাকেই পাখির চোখ করছেন তিনি।
এখনও অবধি চলতি রঞ্জি ট্রফির পাঁচ ম্যাচে ৫৩২ রান করেছেন অজিঙ্ক রাহানে। দলকে নেতৃত্ব ও দিচ্ছেন তিনি।
আইপিএলে খুব বিশেষ একটা খেলার সুযোগ পাননা, তাই তার সমস্ত ফোকাস এখন ঘরোয়া ক্রিকেটে। (Ajinkya Rahane)
২০২৩ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে রাহানেকে। তাকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। (Ajinkya Rahane)
আরও পড়ুনঃ IND vs SL 2023 : ভারতের বোলিং বৈচিত্র্য দেখে ভীষণ খুশি সুনীল গাভাস্কার
সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাহানে বলেছেন তিনি পুরানো দিনের রাহানে হয়ে উঠতে চান। যেমন খেলাটা আগের সময়ে খেলতে দেখা যেতো তাকে। PTI কে দেওয়া সাক্ষাৎকারে রাহানে বলেছেন –
“আমি আমার পুরোনো দিন গুলোর কথা ভাবছি। যখন আমি প্রথম রঞ্জি ট্রফি খেলি, আমি কেমন খেলতাম,
কি চিন্তা ভাবনা চলতো ওইসময় খেলা চলাকালীণ। আমি আবার আগের মতো খেলতে চাই, যেমনটা আগে খেলতাম।
খুব বিরাট কোনও বদল আমার খেলায় আনিনি। স্কিল ওয়াইজ কিছু ছোটোখাটো বদল এনেছি। এখন মুম্বাইয়ের হয়ে তেমন টাই খেলতে চাই। আমি মুম্বাইয়ের জন্যে ভালো ক্রিকেট খেলতে চাই। এখন আমার মাথায় সেটাই চলছে।”
— Mumbai Cricket Association (MCA) (@MumbaiCricAssoc) January 7, 2023
রাহানের পরিবর্তনে জাতীয় দলে সুযোগ পেয়েই দারুণ পারফরম্যান্স দিচ্ছেন শ্রেয়স আইয়ার। ইতিমধ্যে দলে জায়গা এখন পোক্ত করে ফেলেছেন তিনি।
আরও পড়ুনঃ IND vs SL 2023 : হেলিকপ্টার শট মেরে অবাক কোহলি, ভাইরাল হলো ভিডিও