ডব্লিউডব্লিউই নিয়ে কথা উঠলে প্রথমেই যে কয়েকজন রেসলারের কথা উঠে আসে তাদের মধ্যে অন্যতম একজন ‘দি আন্ডারটেকার’। নব্বইয়ের দশকে বেড়ে ওঠা ছেলে মেয়েদের অন্যতম প্রিয় রেসলার তিনি।
দীর্ঘ তিন দশক পর অবশেষে রেসলিংকে বিদায় জানালেন তিনি। সম্প্রতি সারভাইভার সিরিজে কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে দেখা গেলো ডেডম্যান’কে।
২২ শে নভেম্বর, ১৯৯০ সালে রিংয়ে আত্মপ্রকাশ হয়েছিল তার। ২০২০ সালে সেই একই দিনে রিংকে বিদায় জানালেন তিনি। ইভেন্ট সারভাইভার সিরিজ।
৫৫ বছর বয়সে রেসলিং’কে বিদায় জানালেন আন্ডারটেকার। জানিয়ে দেন তার সময় শেষ।