KL Rahul – সোমবার বিয়ের পর ক্যামেরার সামনে বেশ খোলামেলা মেজাজে পাওয়া গেলো কে এল রাহুল এবং আথিয়া শেট্টি’কে। বিয়ের অনুষ্ঠান শেষে পাপারাৎজির কাছে ধরা দিলেন এই জুঁটি। বিয়ের পোশাকে দারুণ মানিয়েছে দুজনকে।
পরবর্তী সময়ে Viral Bhayani সেই ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন –
“নতুন জুঁটির প্রথম ভিডিও জনসমক্ষে। কে এল রাহুল এবং অথিয়া শেট্টিকে আমার অনেক অনেক অভিনন্দন।”
রাহুল (KL Rahul) নিজেও নিজের ট্যুইটার হ্যান্ডেলে বেশ কিছু ছবি শেয়ার করেছেন, সেখানে তিনি লিখেছেন –
“তোমার দেখানো আলোয়, আমি ভালোবাসা কি, সেটা বুঝেছি।
আজ আমাদের সকল প্রিয় মানুষদের সাথে বাড়িতে বিয়ে সারলাম। সবাইকে আমাদের অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। এই একসাথে চলা শুরু করার আগে আমরা আপনাদের প্রার্থনা এবং আশীর্বাদ চাইছি।”
“In your light, I learn how to love…” ♥️
— K L Rahul (@klrahul) January 23, 2023
Today, with our most loved ones, we got married in the home that’s given us immense joy and serenity. With a heart full of gratitude and love, we seek your blessings on this journey of togetherness. 🙏🏽@theathiyashetty pic.twitter.com/1VWxio5w6W
প্রায় দুই বছরের বেশি সময় ধরে রাহুল এবং আথিয়া একে অপরকে ডেট করেন এবং আজ অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা দুজনে। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় তাদেরকে। ২০২১ সালে ইংল্যান্ড ট্যুরের সময় রাহুলের সাথে ছিলেন আথিয়া। (KL Rahul)
ভারতের তিন ফর্ম্যাটের দলেরই নিয়মিত সদস্য রাহুল। গতবছর রেগুলার অধিনায়ক রোহিত শর্মার অবর্তমানে দলকে নেতৃত্ব দিয়েছিলো। এখনও ভারতের টেস্ট দলের সহ অধিনায়ক রাহুল, আগামী মাস থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার সিরিজে খেলতে দেখা যাবে তাকে। ৯ ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেই সিরিজ। এখনও ভারতের পক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলার সুযোগ আছে ভারতের কাছে, তাই এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার।
২০১৪ সালে ভারতের হয়ে অভিষেক করেন রাহুল। এখনও অবধি খেলেছেন ৪২ টা টেস্ট, ৪৫ টা ওয়ানডে এবং ৭০ টা টি টোয়েন্টি। আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক তিনি, এর আগে পঞ্জাব কিংসকে নেতৃত্ব দিতে দেখা গেছে তাকে।
আসা যাক আথিয়া শেট্টির প্রসঙ্গে। ২০১৫ সালে ‘হিরো’নামের একটি ছবির মধ্যে দিয়ে অভিষেক করেন তিনি। এই ছবিতে অভিনয় করার ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ নবাগতা অভিনেত্রীর পুরস্কার পান। মুবারকান, মোতিচোর চাকনাচোরর মতো ছবিতে অভিনয় করার পাশাপাশি নাওয়াবজাদের মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
এদিন সাংবাদিক সম্মেলনে আথিয়া শেট্টির বাবা বিখ্যাত বলিউড অভিনেতা সুনীল শেট্টি জানিয়েছেন আইপিএলের পর একটা গ্রান্ড রিশেপশনের আয়োজন করা হচ্ছে।
আরও পড়ুনঃ KL Rahul : রাহুলকে বিয়ের শুভেচ্ছা জানালেন কোহলি সহ সকল সতীর্থরা, দেখুন কে কি বললো