IND vs AUS 2023 – বর্ডার গাভাস্কার ট্রফির বাদবাকি ম্যাচ গুলোতে বা হাতি ফিঙ্গার স্পিনার ম্যাথেউ কুহেনেম্যান কে দলে নিতে মরিয়া অস্ট্রেলিয়া। এমনটাই দাবি অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমের। স্ত্রী সন্তান সম্ভাবা থাকায় দেশে ফিরে যাচ্ছেন অসি লেগস্পিনার মিচেল স্যুইপসেন। দলে আছেন অ্যাস্টন আগারের মতো অভিজ্ঞ লেগ স্পিনার। কিন্তু তার ফর্ম এই মুহূর্তে খুব একটা ভালো না থাকায় তাকে নিয়ে কোনও সিদ্ধান্তে আসতে পারছেন না অস্ট্রেলিয়া।
বর্তমানে অস্ট্রেলিয়া দলের প্রয়োজন রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটার। দারুণ অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে নাগপুর টেস্ট ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন জাদেজা। (IND vs AUS 2023)
বৈচিত্র এনে দেওয়ার সম্ভাবনা থাকলেও অ্যাগারকে নাগপুর টেস্টের প্রথম একাদশে খেলার সুযোগ দেওয়া হয়নি। বরং তার বদলে অভিষেক করেছিলেন টড মার্ফি। (IND vs AUS 2023)
Queensland finger spinner Matt Kuhnemann could find himself rushed to India as an emergency after the First Test thrashing in Nagpur.
— CODE Cricket (@codecricketau) February 12, 2023
▶️ STORY: https://t.co/M6G3YnbVgY
✍️ @craddock_cmail #INDvAUS 🏏 pic.twitter.com/lYFFsZ3lSI
অভিষেক টেস্টে সাত উইকেট তুলে নজর কেড়েছেন মার্ফি। অন্যদিকে ফ্যাকাশে পারফরম্যান্স দিয়েছিলেন নাথান লিয়ঁ, একটি মাত্র উইকেট নিয়েছেন তিনি। (IND vs AUS 2023)
ভারতের মাটিতে সাফলতা পেতে হলে অস্ট্রেলিয়া দলের একজন কার্যকর বাঁ হাতি স্পিনারের প্রয়োজন আছে। কারণ ভারতীয় দলে বেশ কিছু পরিমাণে ডান হাতি ব্যাটার আছে।
ক্যামেরুন গ্রীন চোট পাওয়ায় একটা সঠিক প্রথম একাদশ বাছাই করা বেশ মুস্কিল হয়ে পড়েছে অস্ট্রেলিয়া দলের কাছে। পরিস্থিতি এখন এমনই যে আগামী দিল্লি টেস্টে তিন স্পিনার খেলাতে পারে অস্ট্রেলিয়া।
পরিচিত ছন্দে নাগপুরে পাওয়া যায়নি ওয়ার্নারকে। দ্বিতীয় টেস্টে ট্রাভিস হেডকে টপ অর্ডারে খেলতে দেখা যেতে পারে। এছাড়া ম্যাট রেনশ’র বদলে সুযোগ পেতে পারেন গ্রীন।
ইতিমধ্যে দিল্লি পৌঁছে গেছেন মিচেল স্টার্ক, দ্বিতীয় ম্যাচে স্কট বোল্যান্ডের বদলে তার খেলার সম্ভাবনা প্রবল। অবশ্য হ্যাজেলউড এখনো পুরোপুরি সেরে ওঠেনি।