BAN vs IND 2022 : আউট হওয়ার পর বাংলাদেশের ক্রিকেটারদের ঝামেলায় জড়ালেন কোহলি, সামাল দিলেন সাকিব, দেখুন ভিডিও 

0
26
After getting out in BAN vs IND 2022 2nd test Kohli got into trouble with the Bangladeshi cricketers
After getting out in BAN vs IND 2022 2nd test Kohli got into trouble with the Bangladeshi cricketers

BAN vs IND 2022 – শনিবার ভারত – বাংলাদেশ টেস্টের তৃতীয় দিনের খেলা চলাকালীন মেজাজ হারালেন বিরাট কোহলি। এদিন মিরপুরে ভারতের দ্বিতীয় ইনিংস চলাকালীন ঘটনা।

এদিন কোহলির উইকেট তুলে নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ইনিংসের বিশ তম ওভারে শট লেগে দাড়ানো ফিল্ডার মোমিনুল, দুর্দান্ত ভাবে কোহলি’কে তালুবন্দি করেন। (BAN vs IND 2022)

আউট হওয়ার পর ড্রেসিংরুমের দিকেই ফিরে যাচ্ছিলেন কোহলি। সেই সময় তাকে বাংলাদেশের তাইজুল ইসলামের সাথে কথা কাটাকাটি করতে দেখা যায়। এরপর পরিস্থিতি সামাল দিতে দেখা যায় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান এবং অনফিল্ড আম্পায়ার কে। (BAN vs IND 2022)

চলতি টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষবেলার খেলা জমিয়ে দিলো বাংলাদেশের স্পিনাররা। তাদের স্পিনের জালে জড়িয়ে ম‍্যাচে দুর্দান্ত প্রত‍্যাবর্তন করলো বাংলাদেশ। ১৪৫ রানের জয়ের লক্ষ‍্য তাড়া করতে নেমে ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ।

শনিবার খেলার শুরুতে ভালো বোলিং করেছিল ভারতীয় ক্রিকেট দল। তারই সুবাদে ২৩১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এর ফলে ভারতের চলতি টেস্ট সিরিজ ২-০ ব‍্যবধানে জেতাটা এখন খালি সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছিলো ক্রিকেট বোদ্ধারা। (BAN vs IND 2022)

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : মীরপু্র টেস্টের তৃতীয় দিনের শেষবেলায় ভারতকে চাপে ফেললো বাংলাদেশ

এরকম একটি পরিস্থিতির মধ্যে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দিলেন বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজ। ১২ রানের ব‍্যবধানে ৩ উইকেট তুলে নিয়ে ভারতীয় ক্রিকেট দলের গোটা খেলার নক্সাটা বদলে দেয়। পরিস্থিতি এখন এমনই যে ম‍্যাচে ভারতকে জিততে হলে ১০০ রান করতে হবে, হাতে রয়েছে ৬ উইকেট। (BAN vs IND 2022)

১৪৫ রান তাড়া করতে নেমে খুব দ্রুত আউট হয়ে যান ভারত অধিনায়ক কে এল রাহুল। মাত্র ২ রান করে সাকিব আল হাসানের হাতে তালুবন্দি হন রাহুল, শুরুতেই উইকেট পেয়ে ম‍্যাচে জাঁকিয়ে বসে বাংলাদেশ। (BAN vs IND 2022)

খুব বেশি সময় ব‍্যাট করতে পারেননি চেতেশ্বর পূজারা(৬)। মেহেদীর লেংথ ব‍্যাকের ডেলিভারি সামাল দিতে গিয়ে বল ইনসাইড এজ হয়ে তালুবন্দি হয় উইকেট কিপারের হাতে ধরা পড়ে। এরপর মেহেদীর বল বুঝতে ভুল করে আউট হয়ে যান শুভমান গিল (৭), বলা চলে উইকেটটা উপহার দিয়েছেন তিনি। দলের প্রয়োজনের দিন বিশেষ নির্ভরতা দিতে ব্যর্থ বিরাট কোহলি (১)। টানা ৪ উইকেট হারিয়ে বর্তমানে রীতিমতো চাপের মধ্যে আছে ভারতীয় ক্রিকেট দল। ক্রিজে আছেন আক্সার প‍্যাটেল (২৬*) এবং নাইট ওয়াচম‍্যান জয়দেব উনাদকাট(৩)।

আরও পড়ুনঃ IPL 2023 : অবশেষে ‘রাজা’ এলো আইপিএলে