FIFA World Cup 2022 – সৌদি আরবের কাছে হারের রেশ কাটিয়ে মেক্সিকো’কে হারিয়ে কাতার বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে আর্জেন্টিনা। শনিবার লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর বিরুদ্ধে ২-০ গোলে জয়লাভ পেয়েছিলো মেসিরা।
ম্যাচে প্রথমার্ধের খেলা গোল শূন্য ভাবে শেষ হয়েছিল। ৬৪ মিনিটে গোলের খড়া কাটান মেসি। বক্সের বাইরে থেকে ডি’মারিয়ার থেকে বল পেয়ে বা পায়ের জোড়ালো শটে দৃষ্টিনন্দন গোল করেন লিও। (FIFA World Cup 2022)
কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) শেষ ষোলোতে যেতে হলে মেক্সিকো’কে হারানোটা একান্ত প্রয়োজন ছিলো আর্জেন্টিনার। সেই কাজটা ফের আরেকবার দেশের জার্সি গায়ে করে দেখালেন মেসি।
The celebrations in the Argentina dressing room 😭❤️🇦🇷pic.twitter.com/T2ttOh3Yc8
— Hamza 🇦🇷 (@lapulgafreak) November 26, 2022
চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2022) এদিন নিজের দ্বিতীয় গোলটি করে ফেললেন মেসি। এর আগের ম্যাচ সৌদি আরবের বিরুদ্ধেও একটি গোল করেন লিও। ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনা’কে এগিয়ে দেন মেসি।
মেক্সিকোর বিরুদ্ধে এই গোল করার মধ্যে দিয়ে ফুটবল বিশ্বকাপে করা আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো মারাদোনার রেকর্ড স্পর্শ করলেন মেসি। ১৯৮৬ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের সদস্য মারাদোনা বিশ্বকাপের আসরে গোল করেছেন মোট আট’টি। কাতারে এদিন মেক্সিকোর বিরুদ্ধে গোলটা করার মধ্যে দিয়ে মেসির’ও বিশ্বকাপে করা গোল করার সংখ্যার পরিমাণ আটটি হয়ে দাড়ালো।
মেসির করা গোলের পর এঞ্জো ফার্নান্দেজের ডান পায়ের দুর্দান্ত বাঁক খাওয়ানো শট আর্জেন্টিনা’কে ম্যাচে ২-০ গোলে জিততে সাহায্য করে।
জয়ের পর আর্জেন্টিনার ড্রেসিংরুমে সতীর্থদের সাথে সেলিব্রেশনে মজেন মেসি। নাচে – গানে মেতে ওঠে আর্জেন্টিনার ফুটবলার’রা। আর্জেন্টিনার নিকোলাস ওটামেন্ডি সেই সব মুহুর্তের ভিডিও পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যা ভাইরাল হতে খুব একটা সময় নেয়নি। আর্জেন্টিনার পরের ম্যাচ পোল্যান্ডের বিরুদ্ধে, ১ লা ডিসেম্বর।