BAN vs IND 2022 : বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপ ফাইনালে খেলার পথে আরো একধাপ এগোলো ভারত

0
31
After BAN vs IND 2022 test series win India took another step towards playing in the WTC final
After BAN vs IND 2022 test series win India took another step towards playing in the WTC final

BAN vs IND 2022 – মীরপুর টেস্টে রুদ্ধশ্বাস জয়লাভের পর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা জোড়ালো করে তুললো ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশের বিরুদ্ধে ২ ম‍্যাচের টেস্ট সিরিজ জিতে ভারত টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের টেবিলের দ্বিতীয় স্থানে আরও ঘাঁটি গেড়ে বসলো বলা চলে। এই দুই টেস্ট ম্যাচ জিতে ২৪ পয়েন্ট সংগ্রহ করেছে ভারতীয় ক্রিকেট দল।

এই সিরিজ জয়ের সুবাদে পয়েন্ট এবং পয়েন্ট সংগ্রহ করার শতক‍রা হারে লিগ টেবিলের শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের থেকে ব‍্যবধান বেশ খানিকটা কমিয়েছে টিম ইন্ডিয়া। তবে অস্ট্রেলিয়ার টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলাটা প্রায় নিশ্চিত বলা চলে। (BAN vs IND 2022)

ভারতের দ্বিতীয় দল হিসেবে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপে খেলাটাও অনেকাংশে নিশ্চিত মনে করা হচ্ছে। কারণ ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম‍্যাচ জেতায় সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার তুলনায় ভারত অনেকটাই এগিয়ে গেছে। (BAN vs IND 2022)

মীরপু্র টেস্ট জেতার সুবাদে ভারতের সংগ্রহের পয়েন্ট সংখ্যা – ১৪ ম্যাচে ৫৮.৯৩ গড়ে ৯৯ পয়েন্ট। তিন নম্বর স্থানে থাকা সাউথ আফ্রিকার সংগ্রহের পয়েন্ট সংখ্যা – ৫৪.৫৫ গড়ে ৭২ পয়েন্ট। এরপর ভারত আগামী বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম‍্যাচের টেস্ট সিরিজ খেলবে। সেই সিরিজে টিম ইন্ডিয়া অসিদের হারিয়ে ফেললে, ভারতের টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলতে বিশেষ বেগ পেতে হবেনা।

বর্তমানে চারটি দেশের টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলার সম্ভাবনা আছে। তারা হলো – অস্ট্রেলিয়া, ভারত এবং সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা। বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাউথ আফ্রিকা টেস্ট সিরিজ খেলছে। এখনও বাকি দুটো ম‍্যাচ। ডন ব্রাডম‍্যানের দেশে চলমান সেই টেস্ট সিরিজের বাকি দুই ম‍্যাচে সাউথ আফ্রিকা খারাপ খেললে ভারতের বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলার অংকটা আরও সহজ হবে। অন‍্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হারলে শ্রীলঙ্কার টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা শেষ বলা চলে।

আসা যাক ঢাকা টেস্টের কথায়। রোববার ঢাকায় রবিচন্দ্রন অশ্বিন (৪২*) এবং শ্রেয়স আইয়ার (২৯*) অষ্টম উইকেটে ৭১ রানের পার্টনারশিপের উপর নির্ভর করে বাংলাদেশ কে সিরিজের দ্বিতীয় টেস্টে ৩ উইকেটে হারিয়ে দিলো ভারত। এরফলে ২-০ ব্যবধানে এই সিরিজ জিতলো টিম ইন্ডিয়া।

আরও পড়ুনঃ IPL 2023 : চলমান নিলামের মাঝেই গুজরাট কোচ নেহরা’কে আজব আবদার করে বসলেন ভারত প্রাক্তনী, দেখুন সেই ভিডিও

এদিন খেলতে নামার সময় ভারতের আর জয়ের জন্য প্রয়োজন ছিলো ১০০ রানের। কিন্তু শুরুতেই ফের ব‍্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। মেহেদী হাসান মিরাজ ইনিংসে তার পাঁচ উইকেট সম্পূর্ণ করে ফেলে, ৪৫/৪ থেকে ৭৪/৭ পৌঁছে গিয়ে মারাত্মক সমস্যায় পড়ে যায় ভারত, বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট জয়ের সম্ভাবনা’কে সুদৃঢ় করে তোলে। কিন্তু পরবর্তী সময়ে অশ্বিন এবং শ্রেয়স আইয়ার ভারতের ক্রিকেট দলের ২০২২ এর শেষটা খারাপ ভাবে ইতি টানতে দেননি। (BAN vs IND 2022)

১ রান করেই আউট হয়ে যেতে পারতেন অশ্বিন, মেহেদী হাসান মিরাজের বলে। কিন্তু মোমিনুল হক তার সেই সহজ ক্যাচ মিস করে বসেন। (BAN vs IND 2022)

এরপর বাংলাদেশের সৃষ্টি করা চাপের উপর পাল্টা চাপ দেওয়া শুরু করেন অশ্বিন-আইয়ার জুঁটি। ইনিংসের শুরু থেকে নিজেকে গুটিয়ে রাখা শ্রেয়স আইয়ার নিজের খোলস ছেড়ে বের হয়ে আসার চেষ্টা করেন। ইনিংসের ৪১ তম ওভারে তাকে মারমূখী মেজাজে পাওয়া যায় সাকিব আল হাসানের বিরুদ্ধে। পরবর্তী সময় মেহেদী, খালেদ’কে রেয়াত দেননি তিনি। অবশ্য এই মারমুখী ক্রিকেট খেলার পথে তার বেশ কিছুবার আউট হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছিল। এরপর জয় পেতে আর খুব বিশেষ একটা অপেক্ষা করতে হয়নি ভারতীয় ক্রিকেট দলকে। চার মেরে দেশকে বড়দিনে টেস্ট সিরিজ জয় উপহার দিলেন অশ্বিন। (BAN vs IND 2022)

২০২৩ সালের ফেব্রুয়ারি – মার্চ মাস জুড়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।

আরও পড়ুনঃ IPL 2023 : সাকিব, লিটনকে দলে নিয়ে দারুণ কাজ করেছে KKR, নাইট ম‍্যানেজমেন্টের সিদ্ধান্তের প্রশংসা করলেন ওয়াসিম জাফর