MS Dhoni – শেষ বার ২০২১ সালের জানুয়ারি মাসে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন মহেন্দ্র সিং ধোনি, এরপর বছর দুয়েক পর ফের সোশ্যাল মিডিয়ায় ফিরলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার। বুধবার ফের ইনস্টাগ্রামে প্রত্যাবর্তন করলেন ধোনি, শিখছেন ট্রাক্টর চালানো। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ভিডিও ক্যাপশানে ধোনি লিখেছেন,”নতুন কিছু শেখার মজা আলাদা।”
সম্প্রতি ধোনিকে সর্বকালের সেরা ক্রিকেটার বলে অভিহিত করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ সালের বিশ্ব টি টোয়েন্টি (যা বর্তমানে টি টোয়েন্টি বিশ্বকাপ নামে পরিচিত), ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ান্স ট্রফি জিতেছিলো ভারত। (MS Dhoni)
২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে ধোনির, সেই সময় ভারতের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘মেন ইন ব্লু’র জার্সি ধারী অন্যতম সফল ক্রিকেটার বলে গন্য করা হয় মহেন্দ্র সিং ধোনি’কে। (MS Dhoni)
ইদানিং ভারতের জাতীয় দলের এই দুই প্রাক্তন সতীর্থ মুম্বাইয়ের একটি বিজ্ঞাপনের কাজের সূত্রে একে অপরের সাথে আলাপ করেন। ভাইরাল হয় ছবি, সেখানে দেশের দুই প্রাক্তন ক্রিকেটারকে আলোচনা করতে দেখা গেছে। পরবর্তী সময়ে ধোনির সাথে ফের আলাপ করা নিয়ে সাংবাদিকদের কাছে বিশেষ বক্তব্য রাখতে গেছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে যেখানে ভারতের ক্রিকেটে ধোনির অবদান নিয়ে বিশেষ মন্তব্য করতে দেখা গেছে ‘প্রিন্স অফ ক্যালকাটা’ কে। (MS Dhoni)
আরও পড়ুনঃ Sara Tendulkar : আরসিবির পরম ভক্ত সচিন কন্যা সারা তেন্ডুলকার
“ধোনির প্রসঙ্গ উঠলে কিন্তু উনি কটা ম্যাচ খেলেছে সেটার মধ্যে আলোচনা সীমিত থাকতে পারে না। বরং ভারতের ক্রিকেটে তার প্রভাব কতোটা সেটাই মূল আলোচ্য বিষয় হয়ে ওঠে। আমার সাথে ওর ইদানিং মুম্বাইতে একটি শুটের কাজ করা কালীণ দেখা হয়েছিল।
ধোনি একজন চ্যাম্পিয়ান ক্রিকেটার। ভারতের ক্রিকেটের ইতিহাসে সর্বকালের কিংবদন্তীদের একজন। রাঁচির মতো একটা রাজ্য, যেখান থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটারের সংখ্যাটাই এতোটা নগন্য, সেখান থেকে উঠে এসে বিশ্বকাপ জেতা, মোটেই সহজ বিষয় নয়।”
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ধোনি। ভারতের হয়ে ৯০ টা টেস্ট, ৩৫০ ওয়ানডে এবং ৯৮ টা টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ধোনি। তবে এখনও আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন ধোনি, চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক তিনি।
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : ভারতকে চাপে ফেলবে অস্ট্রেলিয়ার পেসার, আশঙ্কা প্রকাশ সুনীল গাভাস্কারের