PAK vs ENG 2022 : ২২ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতলো ইংল্যান্ড 

0
19
After 22 years, England won the Test series in Pakistan PAK vs ENG 2022
After 22 years, England won the Test series in Pakistan PAK vs ENG 2022

PAK vs ENG 2022 – সোমবার পাকিস্তানের বিরুদ্ধে মুলতানে দ্বিতীয় টেস্ট ২৬ রানে জিতে নিলো ইংল্যান্ড। বেন স্টোকসের নেতৃত্বে এদিন পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়লো ইংল্যান্ড ক্রিকেট দল।

দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তান সফরে গেছিলো ইংল্যান্ড দল। সেদেশের মাটিতে ২২ বছর পর টেস্ট সিরিজ জিতলো ইংল্যান্ড। (PAK vs ENG 2022)

টেস্টের শেষ দিন পাকিস্তানের শদ শাকিল ৯৪ রানের ইনিংস খেলেছিলেন। এরপর ওলি পোপের হাতে তিনি তালুবন্দি হন বিতর্কিত ভাবে। ইমাম উল হকের সাথে চতুর্থ উইকেটে ১০৩ রান জুড়েছিলো শাকিল, যা ম‍্যাচে পাকিস্তানকে লড়াইয়ের মধ্যে রেখেছিলো। (PAK vs ENG 2022)

ম‍্যাচে পাকিস্তানের সবচেয়ে স্মরণীয় ঘটনাটি হলো আবরার আহমেদের দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নেওয়া। প্রথম ইনিংসে সাত উইকেট নেন আবরার, দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। এছাড়া ব‍্যাট হাতেও খানিকটা কার্যকর ভূমিকা পালন করার চেষ্টা করেছিলেন তিনি। (PAK vs ENG 2022)

আরও পড়ুনঃ Yuvraj Singh : একচল্লিশে পা দিলেন যুবরাজ, বিশ্বকাপ জয়ের নায়ক’কে কুর্নিশ জানালো দেশবাসী 

দ্বিতীয় ইনিংসে ১০৮ রান করে ম‍্যাচের সেরা নির্বাচিত হয়েছেন হ‍্যারি ব্রুক।

ইংল্যান্ডের তোলা প্রথম ইনিংসে ২৮১ রানের জবাবে পাকিস্তান ২০২ রানে অল আউট হয়ে যায়, সৈজন‍্যে জ‍্যাক লিচ, মার্ক উড এবং জো রূটের দারুণ বোলিং পারফরম্যান্স। বাবর আজম (৭৫) এবং শদ শাকিল (৬৩) ব‍্যাট হাতে লড়াই দিয়েছিলো ব‍্যাট হাতে। কিন্তু তারা দলের বাকি ব‍্যাটারদের থেকে কোনও সহায়তা পাইনি।

২৭৫ রানে দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। জয়ের থেকে ২৬ রান দুরে থমকে যায় ব্রিটিশ দল‌। ৬৫ রানে ৪ উইকেট নিয়েছেন মার্ক উড। দ্বিতীয় ইনিংসে দুটো করে উইকেট নিয়েছেন ওলি রবিনসন এবং জেমস অ্যান্ডেরসন।

এদিন জয়ের সুবাদে ২-০ ব‍্যবধানে এই তিন ম‍্যাচের টেস্ট সিরিজ জিতে নিলো ইংল‍্যান্ড ক্রিকেট দল।

আরও পড়ুনঃ PAK vs ENG 2022 : ইংল্যান্ডের টেস্ট খেলার ধরন দেখে মজেছেন কে এল রাহুল