IND vs AUS 2023 : আসন্ন ভারত সফরে স্কোয়াডে জায়গা না পেয়ে চরম হতাশ অজি স্পিনার অ্যাডাম জাম্পা

0
24
Adam Zampa is extremely disappointed not to get a chance in the squad for the upcoming tour of IND vs AUS 2023
Adam Zampa is extremely disappointed not to get a chance in the squad for the upcoming tour of IND vs AUS 2023

দলে জায়গা না পাওয়া নিয়ে নিজের হতাশা চেপে রাখতে পারলেন না অজি তারকা অ্যাডাম জাম্পা। (IND vs AUS 2023) সম্প্রতি এই নিয়ে নিজের হতাশা প্রকাশ করেছেন তিনি। যদিও এই ৩০ বছর বয়সী খেলোয়াড় অস্ট্রেলিয়া’র সাদা-বলের ফরম্যাটের নিয়মিত সদস্য ছিলেন তিনি। তবে গত কয়েক বছরে এখনও পর্যন্ত ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে বিশেষ কোনও ছাপ ফেলতে পারেননি তিনি।

আগামী ৯ ই ফেব্রুয়ারি থেকে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া’র চার ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজের জন্য অস্ট্রেলিয়া’র তারকা লেগ-স্পিনার অ্যাডাম জাম্পা টেস্ট দলে সুযোগ পাননি।  আর দলে জায়গা না পাওয়া নিয়ে নিজের হতাশা চেপে রাখতে পারেননি অ্যাডাম জাম্পা। নিজের হতাশা প্রকাশ করেছেন তিনি। (IND vs AUS 2023)

সম্প্রতি জাম্পা বলেছেন যে তাকে প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড আশ্বাস দিয়েছিলেন যে তাকে স্কোয়াডে রাখা হবে। জাম্পা এই নিয়ে জানিয়েছেন, অজি কোচ নাকি তাকে বলেছিলেন যে, ভারত সফরে জায়গা হবে তার। কোচ নাকি বলেছিলেন ১৮ সদস্যের দলে জায়গা পাওয়া প্রায় পাকা জাম্পা’র। এমনকি দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি প্রায় ছয় সপ্তাহ আগে এমনটা জানিয়েছিলেন তাকে। (IND vs AUS 2023)

অ্যাডাম জাম্পা news.com.au’কে এই বিষয়ে বলেছেন যে –

“জর্জ বেইলি এবং অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড আমায় জানান যে ভারত সফরের জন্য অস্ট্রেলিয়া’র স্কোয়াড নির্বাচন করাটা তাদের কাছে খুব কঠিন ছিল। আমি খুবই হতাশ, আমি সত্যিই এই ট্যুরে থাকতে চেয়ে ছিলাম। আমি ভেবেছিলাম যে আমি এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে যেভাবে খেলছি তাতে এই ট্যুরে আমার সুযোগ হতে চলেছে।”

আরও পড়ুনঃ Hockey World Cup 2023 : দুই ছেলে দুই দেশের হয়ে বিশ্বকাপে লড়ছে, কি করবেন বুঝে পারছেন না হেইওয়ার্ড দম্পতি

এছাড়া জাম্পা গত ছয় সপ্তাহ আগেকার কথাও তুলে ধরেছেন। তিনি বলেছেন –

“এটি প্রায় ছয় সপ্তাহ আগেকার কথা। আমি মেসেজ পেয়েছিলাম যে আমি এই ট্যুরে থাকতে পারি। এখন আমি এই বিষয়ে কিছুই জানিনা।”

এদিকে, যখন ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ভারত সফরের জন্য তাদের ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল, তখন লেগ-স্পিনারের কোনও চিহ্ন ছিল না এই স্কোয়াডে, কারণ অজি’রা তাদের দলে চার ফ্রন্টলাইন স্পিনার- ন্যাথন লিঁয়, অ্যাশটন আগার, মিচেল সুইপসন এবং আনক্যাপড খেলোয়াড় টড মারফি’র নাম ঘোষণা করেছিল। (IND vs AUS 2023)

অ্যাডাম জাম্পা বর্তমানে বিগ ব্যাশ লিগ (BBL) ১২-এ মেলবোর্ন স্টারদের নেতৃত্ব দিচ্ছেন। ১০ ম্যাচে মাত্র তিনটিতে জিতে ছয় পয়েন্ট নিয়ে আট দলের পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে রয়েছে।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করেও এই ভারত তারকার সুযোগ হলোনা টেস্ট দলে, চটে লাল ফ‍্যানেরা