East Bengal : ইস্টবেঙ্গলের নজরে এবার হ‍্যারি কেন দের দেশের তারকা

0
348
According to sources, East Bengal is going to take English forward Jake Jarvis
According to sources, East Bengal is going to take English forward Jake Jarvis

East Bengal : এলিয়ান্দ্রোর বদলে কে আসতে চলেছে ইস্টবেঙ্গলে। ইতিমধ্যে তা নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন নাম জড়িয়েছে এক্ষেত্রে। এমন একটা সময় ফের আরেকটি নাম উঠে এলো। সূত্রের খবর অনুযায়ী ইংরেজ ফরোয়ার্ড জেক জারভিসকে দলে নিতে চলেছে লাল হলুদ শিবির

৩১ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড কে ইতিমধ্যে চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal), এমনটাই শোনা যাচ্ছে। জোর কদমে তার ভিসার কাজ শুরু হয়ে গেছে।অবশ্য দীর্ঘ দেহের এই ফরোয়ার্ডকে একেবারে ‘নাম্বার নাইন’ বলা যায়না পুরোপুরি। বরং খানিকটা মাঠজুড়ে খেলতে ভালোবাসেন তিনি। এখনো অবধি খেলেছিলেন তিনশোর বেশি ম‌্যাচ, সেখানে গোল করেছেন ৮৬ টি।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : সিনিয়র বোলারদের দায়িত্ব নেওয়ার জন্য তৈরী মাভি, উমরান, প্রশংসা করলেন কোহলির কোচ 

গত মরশুমে ফিনল‍্যান্ডের ক্লাব সিনাজোকে তে খেলেছিলেন এই ইংরেজ ফুটবলার। সেখানে মুলত সেন্টার ফরোয়ার্ড পজিশনে খেলতেন। ৬৭ ম‍্যাচে ২১ গোল করেছেন। জিতেছেন ইংল্যান্ডের লিগ ট্রফি, লিগ ওয়ানের মতো টুর্নামেন্টে। ইংল্যান্ডের বার্মিংহাম সিটি, ওয়েস্টহ‍্যাম ইউনাইটেডের মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে তার। ২০১৩ সালে তুরস্কের একটি ক্লাবে খেলেছিলেন।

এবার স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে পারে এতো বড়ো মাপের এমন একজন ফুটবলারকে দলে নিতে কোথায় সমস্যা হচ্ছে ইস্টবেঙ্গলের (East Bengal)। তার চুক্তি না হওয়ার অন‍্যতম কারণ তার ভিসা সংক্রান্ত সমস্যা। তাই কোনও সমস্যার মধ্যে যাতে না পরতে হয়, তাই বিকল্প হিসেবে আরও বেশ কয়েকটি ইংরেজ স্ট্রাইকারের সাথে কথাবার্তা বলে রেখেছে লাল হলুদ ব্রিগেড। তাই শেষ অবধি যে কি হবে, সেটা এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : এবার জাদেজার উপর চাপ ফেলছে আক্সার, বললেন গম্ভীর