মুখোমুখি দেশের দুই ‘সোনার ছেলে’, ২০০৮ সালে বেজিং অলিম্পিকে শুটিংয়ে সোনা জয়ী অভিনব বিন্দ্রা দেখা করলেন ২০২১’এর টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো’তে সোনাজয়ী নীরজ চোপড়ার সঙ্গে।
শুধুমাত্র দেখা করা নয়, পাশাপাশি নীরজ কে একটি ছোট্টো গোল্ডেন রিট্রিভার উপহার দিয়েছেন তিনি। পরবর্তী সময়ে সেই ছবি ট্যুইট করেছেন বিন্দ্রা। ট্যুইটে লিখেছেন,
“খুব ভালো লাগলো দেশের সোনার ছেলে নীরজের সাথে দেখা করে। আশা করি ‘টোকিও’ তোমাকে অনুপ্রেরণা জোগাবে ২০২৪ ‘প্যারিস’ কে ওর সঙ্গী হিসেবে নিয়ে আসতে।”
আরও পড়ুনঃ IPL 2021: আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এই বিশেষ রেকর্ড গড়লেন রোহিত শর্মা
বিন্দ্রার সেই পোস্ট পরবর্তী সময়ে ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়।
টোকিও অলিম্পিকের আসরে জ্যাভলিন থ্রোতে দেশকে স্বর্ণ পদক এনে দিয়ে গর্বিত করে ছিলেন নীরজ চোপড়া। সেই দিন রাতারাতি সকল দেশবাসীর নয়নের মনি হয়ে উঠেছিলেন তিনি। সম্প্রতি সেই “সোনার ছেলে” পা রেখেছিলেন শহর কলকাতায়।
আরও পড়ুনঃ লিগ কাপে জয় পেলো চেলসি, আর্সেনাল