Abhimanyu Easwaran : নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে সেঞ্চুরি করে তাক লাগালেন অভিমন‍্যু ইশ্বরণ 

0
35
Abhimanyu Easwaran scored a century in his own stadium
Abhimanyu Easwaran scored a century in his own stadium

Abhimanyu Easwaran – নিজের নামাঙ্কিত মাঠেই সেঞ্চুরি করার রেকর্ড। এমন রেকর্ড ভারতীয় ক্রিকেটের আসরে আর কারোর দখলে আছে কিনা, সেটাই সন্দেহের বিষয়। এমনটাই করে দেখালেন বাংলার অভিমুন‍্য ইশ্বরণ।

এই নিয়ে টানা পাঁচটি সেঞ্চুরি করে ফেললেন অভিমুন‍্য ইশ্বরণ (Abhimanyu Easwaran)। পাঁচ নম্বরটি এলো তার’ই নামাঙ্কিত মাঠে। মঙ্গলবার রঞ্জি ম‍্যাচে উত্তরাখন্ডের মুখোমুখি হয়েছে বাংলা, দেরাদূনের অভিমন্যু ক্রিকেট অ্যাকাডেমির মাঠে।

প্রথম শ্রেণীর ম‍্যাচে এদিন টানা চারটি সেঞ্চুরি করে ফেললেন অভিমন্যু। যদি লিস্ট ‘এ’র ম‍্যাচ ধরা হয়, তাহলে পাঁচটি সেঞ্চুরি করলেন তিনি। বিজয় হাজারে ট্রফির শেষ ম‍্যাচে সেঞ্চুরি আছে তার। সার্ভিসেস, ভারতের এ দলের হয়ে বাংলাদেশের হয়ে টানা দুটো সেঞ্চুরি,‌ রঞ্জিতে নাগাল‍্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি, আর আজ মঙ্গলবার দেরাদূনে উত্তরাখন্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন বাংলার এই তারকা ক্রিকেটার (Abhimanyu Easwaran)।

চোট পাওয়া ভারত অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তে ভারতের ‘এ’ দলের অধিনায়ক ইশ্ব‍রণের সুযোগ হয়েছিলো বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াডে। বাংলার তারকা এই ব‍্যাটারের ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স ধারাবাহিক ভাবে ভীষণ ভালো, তারই ফলস্বরূপ তিনি প্রথম বারের মতো সুযোগ পেয়েছিলেন জাতীয় দলে।

অভিমুন‍্য, ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে প্রচুর রান করেছিলেন সম্প্রতি। এবার তার টেস্টে অভিষেক হতে পারে, এখন শোনা যাচ্ছে এমনটাই। এর আগে ইংল্যান্ড সফরের স্ট‍্যান্ড বাই ক্রিকেটারের তালিকায় ছিলেন তিনি।

আরও পড়ুনঃ Atk Mohun Bagan : বছরের শুরুতে নয়া বিদেশি তারকা হাজির এটিকে মোহনবাগানে

এই মুহূর্তে কে এল রাহুল, শুভমান গিল আছেন ভারতীয় দলে, তাই প্রথম একাদশে ইশ্বরণের জায়গা পাওয়া ভীষণ মুস্কিল, তবে তিনি খেলার সুযোগ পাক বা নাক, দলে সুযোগ পাওয়ার অত্যন্ত দাবী রাখে বলে মনে করেন দীনেশ কার্তিক, Cricbuzz কে কার্তিক বলেছিলেন –

“ইদানিং সময় বহুবার অভিমন‍্যু ইশ্বরণের নামটা শোনা গেছে ভারতীয় ক্রিকেট মহলে। সত্যিই ভীষণ ভালো খেলছে ও। ও সুযোগ পাওয়াটা দাবী রাখে। তবে কে এল রাহুল এবং শুভমান গিল ওপেন করবে, তাই ওর প্রথম একাদশে খেলার সুযোগ পাওয়াটা ভীষণ অনিশ্চিত।”

কার্তিক আরও বলেন –

“তবে আমি জোর গলায় বলতে পারি গত কয়েক বছর ধরে এই অভিমুন‍্য ইশ্বরণ হলেন সেই ক্রিকেটার যিনি টানা জাতীয় দলে জায়গা পাওয়ার দাবীদার। শেষ চার – পাঁচ বছর ধরে বাংলার হয়ে দারুণ ক্রিকেট খেলে আসছে ও। আমি ওর সাথে প্রাক্টিস করেছি, আমি জানি কী ভীষণ কঠিন পরিশ্রম করে। ও এই সুযোগ টা ভীষণ ডিজার্ভ করে‌।”

আরও পড়ুনঃ Lionel Messi : প‍্যারিস সাঁজায় ফিরতে ফ্রান্সের বিমান ধরলেন মেসি