Abhimanyu Easwaran : রাত পোহালে নিজের নামের স্টেডিয়ামে খেলতে নামছেন অভিমুন‍্য ইশ্বরণ 

0
28
Abhimanyu Easwaran is going to play at his own stadium tomorrow
Abhimanyu Easwaran is going to play at his own stadium tomorrow

Abhimanyu Easwaran – ২০০৫ সালে দেরাদূনে বিশাল বড়ো একটি জমি কিনেছিলেন আর পি ইশ্বরণ। পরবর্তী সময়ে নিজের গাটের কড়ি খরচ করে একটি ক্রিকেট স্টেডিয়াম বানান তিনি। রাত পোহালে সেখানে রঞ্জি ট্রফির ম‍্যাচে মুখোমুখি হবে বাংলা এবং উত্তরাখন্ড। আর পি ইশ্বরণের ছেলে সেই মাঠে খেলতে নামবে। সেই মাঠ তার’ই নামে নামাঙ্কিত।

চোট পাওয়া ভারত অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তে ভারতের ‘এ’ দলের অধিনায়ক অভিমুখী ইশ্ব‍রণের (Abhimanyu Easwaran) সুযোগ হয়েছিলো বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াডে। বাংলার তারকা এই ব‍্যাটারের ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স ধারাবাহিক ভাবে ভীষণ ভালো, তারই ফলস্বরূপ তিনি প্রথম বারের মতো সুযোগ পেয়েছিলেন জাতীয় দলে।

অভিমুন‍্য (Abhimanyu Easwaran), ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে প্রচুর রান করেছিলেন সম্প্রতি। এবার তার টেস্টে অভিষেক হতে পারে, এখন শোনা যাচ্ছে এমনটাই। এর আগে ইংল্যান্ড সফরের স্ট‍্যান্ড বাই ক্রিকেটারের তালিকায় ছিলেন তিনি।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : “ছেলেদের বলেছি, খেলাটা উপভোগ করতে” : হার্দিক পান্ডিয়া 

এই মুহূর্তে কে এল রাহুল, শুভমান গিল আছেন ভারতীয় দলে, তাই প্রথম একাদশে ইশ্বরণের (Abhimanyu Easwaran) জায়গা পাওয়া ভীষণ মুস্কিল, তবে তিনি খেলার সুযোগ পাক বা না পাক, দলে সুযোগ পাওয়ার অত্যন্ত দাবী রাখে বলে মনে করেন দীনেশ কার্তিক, Cricbuzz কে কার্তিক বলেছিলেন –

“ইদানিং সময় বহুবার অভিমন‍্যু ইশ্বরণের নামটা শোনা গেছে ভারতীয় ক্রিকেট মহলে। সত্যিই ভীষণ ভালো খেলছে ও। ও সুযোগ পাওয়াটা দাবী রাখে। তবে কে এল রাহুল এবং শুভমান গিল ওপেন করবে, তাই ওর প্রথম একাদশে খেলার সুযোগ পাওয়াটা ভীষণ অনিশ্চিত।

কার্তিক আরও বলেন –

তবে আমি জোর গলায় বলতে পারি গত কয়েক বছর ধরে এই অভিমুন‍্য ইশ্বরণ হলেন সেই ক্রিকেটার যিনি টানা জাতীয় দলে জায়গা পাওয়ার দাবীদার। শেষ চার – পাঁচ বছর ধরে বাংলার হয়ে দারুণ ক্রিকেট খেলে আসছে ও। আমি ওর সাথে প্রাক্টিস করেছি, আমি জানি কী ভীষণ কঠিন পরিশ্রম করে। ও এই সুযোগটা ভীষণ ডিজার্ভ করে‌।”

আরও পড়ুনঃ Cristiano Ronaldo : আল নাসরের ফ‍্যানেদের প্রতি বিশেষ বার্তা দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো