
Aaron Finch – টেস্ট খেলেন না, ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানিয়েছিলেন গতবছর। এবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকেও সরে দাঁড়ালেন অ্যারন ফিঞ্চ। দেশের জার্সি চিরতরে তুলে রাখার কথা ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার সব থেকে সফল টি-২০ ক্যাপ্টেন।
গতবছর ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের পরেই ফিঞ্চ জানিয়েছিলেন যে, বিগ ব্যাশ লিগের সময়েই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে বিবেচনা করবেন। যেহেতু অস্ট্রেলিয়ার সামনে কোনও টি-২০ সিরিজ নেই, তাই ফিঞ্চের অবসর নেওয়ার সম্ভাবনা উঁকি দিচ্ছিল। শেষমেশ সেটাই সত্যি প্রমাণিত হয়। মঙ্গলবার সব ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি। (Aaron Finch)
দেশের হয়ে মাঠে নামবেন না বটে, তবে ফিঞ্চ (Aaron Finch) বিগ ব্যাশ লিগ খেলা চালিয়ে যাবেন। এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তে তার টি-২০ লিগে মাঠের নামার সম্ভাবনাই খোলা রয়েছে।
আসুন এক নজরে দেখা যাক অ্যারন ফিঞ্চের (Aaron Finch) আন্তর্জাতিক কেরিয়ার –
টেস্ট : অস্ট্রেলিয়ার হয়ে ৫ টি টেস্টে ২৭৮ রান করেছেন অ্যারন ফিঞ্চ। হাফ-সেঞ্চুরি করেছেন ২ টি।
ওয়ানডে: দেশের জার্সিতে মোট ১৪৬ টি ওয়ানডে খেলেছেন ফিঞ্চ। ১৭ টি শতরান ও ৩০ টি অর্ধশতরান-সহ ৫৪০৬ রান করেছেন তিনি।
টি-২০ : অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত সব থেকে বেশি ১০৩ টি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মাঠে নামেন ফিঞ্চ। ২ টি শতরান ও ১৯ টি অর্ধশতরান-সহ ৩১২০ রান করেছেন তিনি।
এবার এক নজরে দেখে নিন অ্যারন ফিঞ্চের (Aaron Finch) ক্যাপ্টেন্সি কেরিয়ার –
ওয়ানডে : ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ৫৫ টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেন ফিঞ্চ। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া ৩১ টি ওয়ানডে ম্যাচে জয় তুলে নেয়।
টি-২০: ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত অস্ট্রেলিয়াকে সব থেকে বেশি ৭৬ টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে নেতৃত্ব দেন ফিঞ্চ। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া ৪০ টি টি-২০ ম্যাচে জয় তুলে নেয়।
আরও পড়ুনঃ MS Dhoni : ধোনি ভারতের সর্বকালের কিংবদন্তি ক্রিকেটার, মানলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
অ্যারন ফিঞ্চের (Aaron Finch) উল্লেখযোগ্য কৃতিত্ব –
১. একমাত্র অজি ক্রিকেটার হিসেবে ১০০-র বেশি (১০৩) আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন ফিঞ্চ।
২. বিশ্বের সব ক্রিকেটারের মধ্যে এখনও পর্যন্ত সব থেকে বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে (৭৬) ক্যাপ্টেন্সি করেন ফিঞ্চ।
৩. আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি (১৭২) রানের ব্যক্তিগত ইনিংস খেলার রেকর্ড রয়েছে ফিঞ্চের নামে।
৪. ক্যাপ্টেন হিসেবে অস্ট্রেলিয়াকে প্রথমবার (২০২১ সালে) টি-২০ বিশ্বকাপ জেতান অ্যারন ফিঞ্চ।
৫. অস্ট্রেলিয়ার হয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক টি-২০ রান (৩১২০) সংগ্রহ করেন ফিঞ্চ।
আরও পড়ুনঃ R Sridhar : নতুন কোচিং দায়িত্বে আসার পর নিজের তিক্ত অভিজ্ঞতার কথা ব্যক্ত করলেন আর শ্রীধর