আগামী বছর পাকিস্তান সুপার লিগে (PSL 2023) অংশগ্রহণ করার জন্যে ড্রাফটে নাম লিখিয়েছেন দুশোর বেশি ক্রিকেটার।সবচেয়ে বেশী নাম লিখিয়েছেন ইংলিশ ক্রিকেটার,মোট ১৩৯ জন নাম লিখিয়েছেন।
পাকিস্তান সুপার লিগের (PSL 2023) ড্রাফটে নাম লেখানো বিভিন্ন দেশের ক্রিকেটারদের তালিকা :
# বাংলাদেশ – ২৮ জন
# আফগানিস্তান – ৪৩ জন
# অস্ট্রেলিয়া – ১৪ জন
# আয়ারল্যান্ড – ৯ জন
# নিউজিল্যান্ড – ৬ জন
# সাউথ আফ্রিকা – ২৫ জন
# শ্রীলঙ্কা – ৬০ জন
# ওয়েস্ট ইন্ডিজ – ৩৮ জন
# জিম্বাবোয়ে – ১১ জন
মোট কতোজন ক্রিকেটার এবং কোন দেশের সেটা প্রকাশ করলেও এখনও ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ্যে আনেনি পিএসএল (PSL) কর্তৃপক্ষ। এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী দেশ গুলোর প্রচুর সংখ্যক পাকিস্তানের সুপার লিগের ড্রাফ্টে নাম লিখিয়েছেন।
পাকিস্তান সুপার লিগের (PSL 2023) ড্রাফটে নাম লেখানো আইসিসির বিভিন্ন সহযোগী দেশের ক্রিকেটারদের তালিকা :
নেদারল্যান্ডস – ১৫ জন
স্কটল্যান্ড – ১০ জন
সংযুক্ত আরব আমিরশাহি – ২৫ জন
কানাডা – ১০ জন
ইতিমধ্যে বিশ্বের তাবড় তাবড় সমস্ত ক্রিকেটারেরা আগামী বছর পাকিস্তান সুপার লিগে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। সেই তালিকায় আছেন সাউথ আফ্রিকার ডেভিড মিলার, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং দাসুন শানাকা, বাংলাদেশের সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, শেখ মেহেদী হাসান এবং এবাদত হোসেন, নিউজিল্যান্ডের মার্টিন গুপ্টিল, ওয়েস্ট ইন্ডিজ ওডিন স্মিথ এবং ইংল্যান্ডের ডেভিড ম্যালান, রিস টপলির মতো তারকা। এরপর সংখ্যাটা আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। পিএস এলের ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৮ ই নভেম্বর।