
IPL 2023 – এবারের আইপিএলের মিনি নিলামে খুব বেশি টাকা নিয়ে বসেনি রাজস্থান রয়্যালস। তবুও নিলাম থেকে নয় জন ক্রিকেটারকে দলে তুলে নিয়েছিলো তারা। অলরাউন্ডার জেসন হোল্ডারকে নিতে বিরাট পরিমাণ টাকা খরচ হয়েছিল রয়্যালসের, তবুও বাকি টাকায় আট ক্রিকেটারকে তাদের বেস প্রাইসে নিয়ে নিয়েছিলো রয়্যালস’রা। তবে এরকম পরিকল্পনা ছিলো না তাদের।
আইপিএলের প্রথম বারের চ্যাম্পিয়ানরা নিলামে এসেছিলো মাত্র একজন ক্রিকেটারকে কিনবেন বলে। তিনি হলেন হ্যারি ব্রুক। এমনকি তাকে পেতে (IPL 2023) ১৩ কোটি টাকা খরচ করতে রাজি ছিলো রয়্যালসরা। রাজস্থানের পকেটে ছিলো ১৩.২০ কোটি টাকা। যদি তারা কোনও মতে ব্রুক কে নিতো, তাহলে তাদের পকেটে পরে থাকতো আর কুড়ি লাখ টাকা।
পরবর্তী সময়ে ব্রুক অবশ্য ১৩.২০ কোটি টাকায় যোগদান করেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদে। Cricbuzz কে রাজস্থান দলের অফিসিয়াল রোমি ভিন্ডার বলেছেন –
“আমরা আমাদের সামর্থ্য জানতাম। তাই কোচিতে একজন ক্রিকেটারকে দলে নিতে গেছিলাম আমরা। জানতাম ব্রুককে নিলে আমাদের দলে বিদেশিদের সংখ্যা হয়ে দাড়াতো পাঁচ।”
আরও পড়ুনঃ Cameron Green : এতো টাকা পাবেন, ভাবেননি ক্যামেরুন গ্রিন
তেরো কোটি টাকা দিয়ে ব্রুক কে নিলে রাজস্থান রয়্যালস দল আর ভারতীয় ক্রিকেটারদের নিতে পারতোনা। কিন্তু এমনটা হয়নি, তারা পরবর্তী সময়ে বেশ কিছু ভারতীয় ক্রিকেটারকে দলে নিয়েছিলো। IPL 2023
হোল্ডার’কে নেওয়ার পর অ্যাডাম জাম্পা, জো রুট এবং ডোনোভন ফেরেইরার মতো তিন বিদেশি ক্রিকেটারকে নিয়েছে রাজস্থান রয়্যালস। এছাড়া ভারতীয় ক্রিকেটার হিসেবে তারা দলে নিয়েছে কে এম আসিফ, আব্দুল পা, আকাশ বশিষ্ট, কুনাল রাঠোর এবং মুরুগান অশ্বিনকে। IPL 2023
আরও পড়ুনঃ PAK vs NZ 2022 : ছক্কা মেরে টেস্ট সেঞ্চুরি করলেন বাবর আজম, ভাঙলেন রিকি পন্টিংয়ের রেকর্ড